‘পাঁচ রাজ্যেই বিজেপি জিতবে’, অবশেষে মাঠে নামার হুংকার মোদীর!

BJP Assembly Elections 2024 চলতি বছরে মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হবে। আর নতুন বছরের শুরুতেই হবে দিল্লি বিধানসভার নির্বাচন। আগামী ছয় মাসের…

BJP Assembly Elections 2024 BJP Victory in Upcoming Assembly Elections

BJP Assembly Elections 2024

চলতি বছরে মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হবে। আর নতুন বছরের শুরুতেই হবে দিল্লি বিধানসভার নির্বাচন। আগামী ছয় মাসের মধ্যে হতে চলা এই পাঁচ রাজ্যের নির্বাচনেই বিজেপি জিতবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য দিল্লিতে দলের সদর দফতরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

BJP Victory in Upcoming Assembly Elections

সেখানে তাঁদের চাঙ্গা করতে এমন বার্তাই দিয়েছেন তিনি। সেই সঙ্গে কর্মীদের উদ্দেশে মোদীর বার্তা, দল ৪০০ আসন পায়নি বলে সবাই হতাশ হয়ে পড়লে চলবে না। সামনের নির্বাচনীগুলির কথা ভেবে এখন থেকেই প্রত্যেককে ময়দানে নেমে পড়তে হবে। এর পাশাপাশি লোকসভা নির্বাচন ঘিরে বিজেপির হয়ে বিগত কয়েক মাস ধরে যে প্রাণপাত পরিশ্রম করেছেন কর্মীরা, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Narendra Modi Speech

ঘটনা হল সদ্য ১৩টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিজেপি মাত্র দুটিতে জয়লাভ করেছে। ‘ইন্ডিয়া’ জোট ১০ এবং নির্দল প্রার্থী একটি আসনে জিতেছেন। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ড জুড়ে ওই ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেখানে ছ’টি রাজ্য জুড়েই বিজেপির ব্যর্থতা সামনে চলে এসেছে। এমনকী বিজেপি শাসিত উত্তরাখণ্ডেও তাদের হারতে হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত গেরুয়া শিবির।

BJP Election Campaign

বর্তমানে উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে বিজেপিতে ব্যাপক ডামাডোল শুরু হয়েছে। অসম্ভব চাপে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেয়াদ শেষের পর দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন জেপি নাড্ডা। কাকে সভাপতি করা হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি।

Assembly Elections

এই পরিস্থিতিতে নতুন করে শুরু হতে চলেছে কৃষক আন্দোলন। সবমিলিয়ে বিজেপিতে আগের মতো ‘ফিল গুড’ ফ্যাক্টর দেখা যাচ্ছে না। তাই শরিক দলের সমর্থনে দিল্লিতে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করলেও পরিস্থিতি বদলাতে শুরু করায় কর্মীরা কিছুটা হলেও উদ্বেগের মধ্যে রয়েছেন। আর সেটা আঁচ করেই তাঁদের চাঙ্গা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-

 

নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’, 

সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের

উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!

রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?

ভাঙল কংগ্রেস-আপ জোট, দিল্লিতে একাই লড়বে তারা, খুশি বিজেপি

Politics: Prime Minister Narendra Modi claims BJP will win upcoming assembly elections in Maharashtra, Jammu & Kashmir, Jharkhand, Haryana, and Delhi. He motivates party workers amid recent by-election results.