মোদি না ফিরলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে: বিপ্লব

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের এক বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় এক দলীয় সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে বিপ্লব দেব বলেছিলেন, আগামীতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হিসেবে না থাকেন তা-হলে ভারত সরকার যে-সব জনমুখি প্রকল্প চালু করেছে তা বন্ধ হয়ে যাবে। উদাহরণ হিসেবে তিনি উজ্জ্বলা যোজনার

মোদি না ফিরলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে: বিপ্লব

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের এক বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় এক দলীয় সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে বিপ্লব দেব বলেছিলেন, আগামীতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হিসেবে না থাকেন তা-হলে ভারত সরকার যে-সব জনমুখি প্রকল্প চালু করেছে তা বন্ধ হয়ে যাবে।

উদাহরণ হিসেবে তিনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস প্রসঙ্গ তুলেন। বলেন, যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে মোদী না থাকলে তার জন্য সুবিধাপ্রাপকদের কাছে টাকা চাওয়া হবে। তিনি আরও বলেছিলেন, তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যে সকল প্রকল্প তাঁর আমলে চালু করেছিলেন তার ৯০ শতাংশ ইউপিএ সরকার বন্ধ করে দিয়েছিল। তাই জনতার নিজেদের স্বার্থে মোদীকে আবার প্রধানমন্ত্রী করার আহ্বান রেখেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। বিপ্লব দেবের এই বক্তব্যের পর-পর রাজ্যজুড়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লবকুমার দেবের এ কথা বলা ঠিক হয়নি। যদি মুখ ফসকে কথাগুলি বেরিয়ে থাকে তা হলে এক বার ক্ষমা করে দেওয়া যায়। আর যদি তিনি ইচ্ছাকৃতভাবে বলে থাকেন তা-হলে তাঁকে তাঁর এই বক্তব্য তুলে নেওয়া উচিত। অন্য প্রসঙ্গে প্রদ্যুৎ কিশোর বলেন, লোকসভা নির্বাচনের আগে অন্যান্য দল ছেড়ে আরও অনেক নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু দল থেকে তাঁদের উপর অনেক চাপ রয়েছে তাই তিনি এখনই সম্ভাব্য নবাগতদের নাম বলবেন না। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেই তাঁদের নাম জানানো হবে। তিনি জানান, আজ রাত অথবা আগামীকাল ত্রিপুরার দুটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =