নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি৷ এবার মুখ খুললেন, অমিত শাহ৷ রাজস্থানের জোধপুরে এই আইনের সমর্থনে এক মহাসমবেশ থেকে মমতাকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “দিদি, রাজ্যের দলিত শরণার্থীরা আপনার কী ক্ষতি করেছে যে আপনি এই আইনের বিরোধিতা করছেন?”
রাজস্থানের সভামঞ্চ থেকেই অমিত শাহ এদিন স্পষ্ট জানান, কোনও পরিস্থিতিতেই সরকার এই আইন থেকে পিছু হটবে না৷ সেইসঙ্গে তাঁর অভিযোগ, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা মানুষকে ভুল বোঝাচ্ছেন৷ তবে গণতন্ত্রে বেশিদিন কাউকেই ভুল বুঝিয়ে রাখা যায় না৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্ক ছাড়া আর কিছু বোঝেন না৷ তাঁর অভিযোগ, এই আইনে যাদের সবচেয়ে বেশি সুবিধে হত, সেই শরণার্থীদের কথা ভাবেন না তিন৷
এদিনের জনসভা থেকে তিনি রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আইন পড়ে আলোচনা করতে আসুন৷ দরকার হলে ইতালিয় ভাষায় এই আইন অনুবাদ করে পাঠাবো৷ সেইসঙ্গে, সমাবেশ থেকে অমিত শাহ জোরের সঙ্গে ঘোষণা করেন, কোনও অবস্থাতেই সরকার এই আইন থেকে সরে আসবে না৷
ক-দিন ধরে বিজেপি নেতাদের মুখে শোনা যাচ্ছিল, প্রয়োজনে এই আইনের স্ংশোধন করা হতে পারে৷ কার্যত, মোদি-শাহও খানিক নমনীয় হয়েছিলেন দেশজোড়া বিক্ষোভের মধ্যে পড়ে৷ কিন্তু এদিন আবার এই আইনের সমর্থনে প্রবল বিক্রমে মাঠে নেমে পড়ল বিজেপি৷ তাহলে কি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স?