বোলপুর: বাংলায় ফের ‘সেটিং’ রাজনীতি! চতুর্থ দফার ভোটে ‘কাকা-ভাইপো’র সম্পর্ক ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ সৌজন্যে, অনুব্রত-অনুমপের সাক্ষাৎকার৷ একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মাঠে ময়দানে মার খাচ্ছেন দলীয় কর্মীরা, ঠিক তখনই আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে সটাল বোলপুরে হাজির অনুপম হাজরা৷ শুধু দেখাই করা নয়, পাত পেরে জমিয়ে খেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী৷
অনুব্রত-অনুমপের সাক্ষাৎকারে রাজনীতিক জল্পনা বেশ খানিকটা চড়িয়ে দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ ভাইপোকে দেখে স্নেহের সুরে কাকা অনুব্রত বলেন, ‘‘বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম৷ তোকে আবার দলে ফিরিয়ে নেব৷’’
কমিশনের তরফে নজরবন্দি করা হলেও আজ সোমবার দলীয় দপ্তরে বসে ভোট পরিচালোনা করছিলেন অনুব্রত মণ্ডল৷ হঠাৎ তাঁকে ফোন করে অফিসে আসেন বিজেপির প্রার্থী৷ অফিসে ঢুকে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম৷ জানিয়ে দেন, ‘‘কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা৷’’ প্রণাম করার পাশাপাশি কাকে জড়িয়ে ছবিও তোলেন অনুমপ৷
দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার দায়ে দল থেকে সাসপেন্ড হন অনুপম হাজরা৷ যোগ দেন বিজেপিতে৷ যাদবপুর কেন্দ্রের প্রার্থীও হন তিনি৷ বিজেপিতে যোগ দিয়ে কাকার বিরুদ্ধে মুখ খোলেন অনুপম৷ তৃণমূলের অন্দরের কথাও তুলে ধরেন তিনি৷ কিন্তু, বিজেপির টিকিটি ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের প্রকাশ্যে ‘অপদার্থ’ বলেও কটাক্ষ করেন অনুপম৷ দলীয় কর্মীদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করার দু’দিনের মধ্যেই অনুব্রত’র স্মরণে অনুপম৷ সৌজন্য সাক্ষাৎকার হলেও গোটা ঘটনার পিছনে ‘সেটং’ দেখছে বাম-কংগ্রেস৷ শুরু তর্জা৷