কোন শর্তে বামদের সঙ্গে জোট? রাহুলের ব্যাখ্যা চাইল প্রদেশ নেতৃত্ব

কলকাতা: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন বাম-কংগ্রেসের মধ্যে সার্বিক আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। সংখ্যা এবং মানরক্ষার মতো ফল করার আসনের ইস্যুতে দুই শিবিরের রাজ্য নেতৃত্বের মধ্যে পারস্পরিক আলোচনায় কোনও রফাসূত্র না বেরনোয় বৃহস্পতিবার রাত পর্যন্ত জোট জট আরও গভীরে পৌঁছেছে। ফলে গোটা পরিস্থিতি জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হাইকমান্ড

7e7f2f60dcdd93a917e06e3dce72344a

কোন শর্তে বামদের সঙ্গে জোট? রাহুলের ব্যাখ্যা চাইল প্রদেশ নেতৃত্ব

কলকাতা: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন বাম-কংগ্রেসের মধ্যে সার্বিক আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। সংখ্যা এবং মানরক্ষার মতো ফল করার আসনের ইস্যুতে দুই শিবিরের রাজ্য নেতৃত্বের মধ্যে পারস্পরিক আলোচনায় কোনও রফাসূত্র না বেরনোয় বৃহস্পতিবার রাত পর্যন্ত জোট জট আরও গভীরে পৌঁছেছে।

ফলে গোটা পরিস্থিতি জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হাইকমান্ড তথা সভাপতি রাহুল গান্ধীর কোর্টেই ঠেলে দিয়েছে। সিপিএম তথা বাম শিবিরের শর্ত মোতাবেক জোট করার চেয়ে দল এককভাবে লড়াই করে নিজেদের সম্মান এবং সংগঠন ধরে রাখার চেষ্টা করুক-প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা এমনটাই চাইছেন বলে শোনা যাচ্ছে।

যদিও দলের অন্য অংশের নেতাদের মত, রফা নিয়ে গোলমাল নেই এমন আসনের সংখ্যা যেহেতু বেশি, তাই সেগুলিতে সমঝোতার রাস্তায় হাঁটা হোক। বাকি গুটিকয়েক আসনে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই করা যেতে পারে। এসবের পরিপ্রেক্ষিতে হাইকমান্ড এখন কী করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সোমেন মিত্ররা। এই অবস্থায় এদিন আর গভীর রাত পর্যন্ত সিপিএম ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠক হয়নি। একইসঙ্গে আজ শুক্রবারও বামেদের প্রার্থী তালিকা প্রকাশিত হবে কি না, তা নিয়েও কোনও দিশা মেলেনি রাত পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *