কলকাতা: রাজ্যে লোকসভার চতুর্থ দফার ভোটের শুরুতেই হিসেব বহির্ভূত টাকা আটকের পরিমাণ একলাফে অনেকটা বেড়ে গেল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত রাজ্যে মোট ৫৯ কোটি ৪৬ লক্ষ টাকা আটক করা হয়েছে। শনিবারও নির্বাচনী দপ্তর প্রায় ৩৫ কোটি টাকা আটকের হিসেব দিয়েছিল।
প্রতিদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে আটক টাকার পরিমাণের পরিসংখ্যান আপডেট করা হচ্ছে। আয়কর দপ্তর সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি হিসেব বহির্ভূত টাকা আটক করেছে। এবারের লোকসভা ভোটের আগে রাজ্যে যে পরিমাণ টাকা আটক হয়েছে, তা আগে কখনও হয়নি। ওই রেকর্ড এবার অনেক আগেই ভেঙেছে। তবে নির্বাচনী দপ্তরের আধিকারিকরা বলছেন, এই আটক টাকার পুরোটার সঙ্গেই ভোটের সম্পর্ক আছে, সেটা বলা যায় না। যথাযথ হিসেব না দেওয়ার জন্য ১০ মার্চের পর থেকে বিশেষ অভিযান চালিয়ে ওই টাকা আটক করা হয়েছে। ভোটের জন্য বিশেষ অভিযান চালিয়ে ১৪ লক্ষ ২৩ হাজার ৮৮৪ লিটার মদ আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।