সাধ্বী প্রজ্ঞার চোখের জল মোছালেন উমা, দেখুন ভিডিও

নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতীর সঙ্গে দেখা করলেন ভোপাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ উমা ভারতীর সঙ্গে দেখে করে কাঁদতে আরম্ভ করেন প্রজ্ঞা৷ সংবাদমাধ্যের ক্যামেরার সামনে এই দুই গেরুয়া নেত্রী একে অপরকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আলিঙ্গন করেন৷ প্রজ্ঞাকে সান্ত্বনাও দেন উমা৷ নিজের এসইউভি গাড়ির মধ্যে

সাধ্বী প্রজ্ঞার চোখের জল মোছালেন উমা, দেখুন ভিডিও

নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতীর সঙ্গে দেখা করলেন ভোপাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷  উমা ভারতীর সঙ্গে দেখে করে কাঁদতে আরম্ভ করেন প্রজ্ঞা৷

সংবাদমাধ্যের ক্যামেরার সামনে এই দুই গেরুয়া নেত্রী একে অপরকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আলিঙ্গন করেন৷ প্রজ্ঞাকে সান্ত্বনাও দেন উমা৷ নিজের এসইউভি গাড়ির মধ্যে বসেই অঝোরে কাঁদলেন বিজেপি প্রার্থী৷ প্রজ্ঞার চোখের জল মুছিয়ে দেওয়া উমা ভারতীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি সাধ্বী প্রজ্ঞার সঙ্গে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করেন। তার উত্তরে উমা ভারতী বললেন, ‘‘আমি ভোপালের প্রাক্তন সাংসদ। আমি খুব খুশি, সাধ্বী এবারে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করবে। এখানে কোনও রাগ বা অভিমানের ব্যাপারই নেই। সত্যি বলতে, আমার জীবনের অন্যতম সেরা দিন আজ। একটা কথা এখন থেকেই পরিষ্কার। বিজেপি ভোপালে নিশ্চিতভাবেই জিতবে৷’’

জল্পনার আগুনে আরও ঘি পড়ে, গত শনিবার ভোপাল থেকে সাধ্বী প্রজ্ঞার প্রার্থী হওয়া বিষয়ে করা উমা ভারতীর একটি মন্তব্যের জন্য। তিনি ওইদিন সাংবাদিকদের বলেছিলেন, “প্রজ্ঞা তো মহান সন্ন্যাসিনী। আমি তো মূর্খ আর তুচ্ছ প্রাণি। তাই প্রজ্ঞাকেই দাঁড় করিয়েছে দল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =