ভোটে না লড়েও দলে গুরুত্ব বাড়ল উমা ভারতীর

নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে লড়ছেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। তবে ঝাঁসির এই এমপিকে অব্যাহতি না দিয়েই আরও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দিল বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি পদে নিয়োগ করা হল উমা ভারতীকে। অন্যদিকে লোকসভা নির্বাচনে লালকৃষ্ণ আদবানিকে প্রার্থী করছে না বিজেপি। গুজরাতে তাঁর গান্ধীনগর কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত

225f1672d84eac1a5cbfa056cf967060

ভোটে না লড়েও দলে গুরুত্ব বাড়ল উমা ভারতীর

নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে লড়ছেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। তবে ঝাঁসির এই এমপিকে অব্যাহতি না দিয়েই আরও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দিল বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি পদে নিয়োগ করা হল উমা ভারতীকে। অন্যদিকে লোকসভা নির্বাচনে লালকৃষ্ণ আদবানিকে প্রার্থী করছে না বিজেপি।

গুজরাতে তাঁর গান্ধীনগর কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রবিবার উমা ভারতী বলেন, এবারের নির্বাচনে আদবানি টিকিট না পেলেও তাঁর ‘ভাবমূর্তি’তে কোনও প্রভাব ফেলবে না। কেননা আদবানি প্রথম থেকেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলে তাঁর অবদানের জন্যই আজ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে তিনি কখনই দলের পদ নিয়ে ভাবেননি। ১৯৯৮ সাল থেকে টানা গান্ধীনগর কেন্দ্র থেকে জিতে আসছেন আদবানি। গত পাঁচটি লোকসভা নির্বাচনে তিনি গান্ধীনগর থেকে জিতে আসছেন। উমার মতে, আদবানির মতো ব্যক্তি যে উচ্চতায় পৌঁছে গিয়েছেন, তাতে প্রার্থী হওয়া বা না হওয়া নিয়ে তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না। সেই সঙ্গে উমা ভারতী এও বলেন যে, কেন আদবানির নাম ভোটার তালিকায় নেই, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশা কাটানোর জন্য মুখ খোলা উচিত আদবানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *