কুৎসা, অপপ্রচারের ঊর্ধ্বে উঠে গিয়েছি, ছোট বেলায় দুঃখ পেতাম: মমতা

কলকাতা: বিরোধীদের তোলা কুৎসা, অপপ্রচারের কিছুই এসে যায় না৷ তিনি এখন তার ঊর্ধ্বে উঠে গিয়েছেন৷ সোমবার ডানলপ পিডব্লুডি রোডে অবস্থিত শ্রীশ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত মহামিলন মঠের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শান্ত গলায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে কি বলল, কে কী অপপ্রচার করল, কে কী কুৎসা রটাল, আমার কিচ্ছু

কুৎসা, অপপ্রচারের ঊর্ধ্বে উঠে গিয়েছি, ছোট বেলায় দুঃখ পেতাম: মমতা

কলকাতা: বিরোধীদের তোলা কুৎসা, অপপ্রচারের কিছুই এসে যায় না৷ তিনি এখন তার ঊর্ধ্বে উঠে গিয়েছেন৷ সোমবার ডানলপ পিডব্লুডি রোডে অবস্থিত শ্রীশ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত মহামিলন মঠের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

শান্ত গলায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে কি বলল, কে কী অপপ্রচার করল, কে কী কুৎসা রটাল, আমার কিচ্ছু যায় আসে না৷ ছোট বেলায় দুঃখ পেতাম৷ এখন ওগুলির ঊর্ধ্বে উঠে গিয়েছি৷ এখন কেউ কিছু বললে মনে হয়, ঈশ্বর ওকে ক্ষমা করো৷ ওরা নিজেরাই জানে না, ওরা কী করছে৷ আর কী বলছে৷’’

কটাক্ষ করে বলেন, ‘‘জীবনে কোনও দিন অন্যায় করার সুযোগ পাইনি, করতে চাইওনি৷ না জেনে অন্যায় করেছি কি না জানি না৷ তবে, জেনে শুনে অন্যায় করিনি৷ আমি মনে করি, মানুষের জন্য কাজ করাটা, এটা আমার সদিচ্ছা৷ এটা আমার ভালোবাসা৷ এটা আমার ত্যাগ করার জন্য৷ তাই সারাজীবন অনেক অত্যাচার সহ্য করেও, অনেক মার খেয়েও আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছি৷ আমি শুধু এটুকু বলি, কখনও বিশ্বাস হারাবেন না৷ মনে রাখবেন, এই মানুষটি যতদিন থাকবে, মা-মাটি মানুষ কেন, বাংলা-ভারতবর্ষ সারাদেশ, তাকে সাধারণ মানুষ হিসাবে চিনবে৷’’

এদিন শ্রীশ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেবের দীক্ষাগুরু দাশরথিদেব যোগেশ্বরের আবির্ভাব উৎসবে মহারাজদের তিনি বলেন, ‘‘আমাকে কোনও চেয়ারের জন্য ডাকবেন না৷ যেকোনও প্রয়োজনে আমাকে ডাকুন৷ আমি আপনাদের ঘরের মেয়ের মতো চলে আসব৷ যতটুকু পারব করে দেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =