রানাঘাট: এবার বিজেপি আশৃত দুষ্কৃতীদের ছোঁড়া বামোর ঘায়ে জখম হলেন দুই ভোটার৷ হাত ফেটে জখম মহিলা ভোটার৷ রানাঘাট লোকসভা কেন্দ্রের ৮৯/২ নং বুথের ঘটনা৷
জানা গিয়েছে, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে বেশ কিছু কর্মী সমর্থক ওই বুথে যায়। রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ফিরে যাওয়ার পরেই ওই বুথের থেকে কিছুটা দূরে বোমাবাজি করে বলে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। সেই সময় ভোট দিতে যাচ্ছিলেন ৩-৪ জন। ২জন বোমায় আঘাত পায়। তাদের শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীরা তাড়া করলে একজন বিজেপি সমর্থককে ধরে ফেলে হাঁসখালি থানার পুলিশ।