রথ উৎসবেও ২৫ হাজারি সরকারি অনুদান বাংলায়

আসানসোল: রাম নবমীর পর এবার রথ উৎসবেও ২৫ হাজার টাকা সরকারি অনুদান৷ ২২টি রথ উদযাপন কমিটিকে ২৫ হাজারি সরকারি চেক বিলিআসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি৷ আজ, ২২টি কমিটির প্রতিনিধিদের ডেকে টাকা বিলি করেন মেয়র৷ কিন্তু, সরকারি টাকা এভাবে বিলি করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ মেয়র সরকারি টাকা খরচ করে হিন্দু ভোট কিনতে চাইছেন৷ এভাবে সরকারি

রথ উৎসবেও ২৫ হাজারি সরকারি অনুদান বাংলায়

আসানসোল: রাম নবমীর পর এবার রথ উৎসবেও ২৫ হাজার টাকা সরকারি অনুদান৷ ২২টি রথ উদযাপন কমিটিকে ২৫ হাজারি সরকারি চেক বিলিআসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি৷ আজ, ২২টি কমিটির প্রতিনিধিদের ডেকে টাকা বিলি করেন মেয়র৷ কিন্তু, সরকারি টাকা এভাবে বিলি করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

মেয়র সরকারি টাকা খরচ করে হিন্দু ভোট কিনতে চাইছেন৷ এভাবে সরকারি টাকা খরচ করে আদতে বিভাজনের রাজনীতি করা হচ্ছে৷ এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য স্থানীয় বিজেপি নেতৃত্বের৷ বিজেপি তোলা অভিযোগ উড়িয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি দাবি, উৎসব কমিটিকে উৎসাহ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷

এর আগেও রাম নবমী উদাযাপন কমিটিকেও সরকারি ভাবে অনুদান দিয়েছিলেন মেয়র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 17 =