তৃণমূল-বিজেপি সংঘর্ষের ভাঙল EVM, ফের উত্তপ্ত চোপড়া

শিলিগুড়ি: কোথায় শান্তিতে নিজের ভোট করানোর দাবিতে জনতার বিক্ষোভ, কোথায় আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে ইভিএম ভাঙচুরের অভিযোগ৷ কোথায় আবার ইভিএমে বিজেপির প্রতীকে কালো টেপ মেরে দেওয়ার অভিযোগ৷ গণতন্ত্রের উৎসব দিনভর উত্তর বাংলা৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল-বিজেপির মধ্যে৷ সংঘর্ষের রেশ গড়ায় ইভিএম ভাঙচুরের মাধ্যমে৷ অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে

a30507a7ec57e368054d36cd64a392d6

তৃণমূল-বিজেপি সংঘর্ষের ভাঙল EVM, ফের উত্তপ্ত চোপড়া

শিলিগুড়ি: কোথায় শান্তিতে নিজের ভোট করানোর দাবিতে জনতার বিক্ষোভ, কোথায় আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে ইভিএম ভাঙচুরের অভিযোগ৷ কোথায় আবার ইভিএমে বিজেপির প্রতীকে কালো টেপ মেরে দেওয়ার অভিযোগ৷ গণতন্ত্রের উৎসব দিনভর উত্তর বাংলা৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল-বিজেপির মধ্যে৷ সংঘর্ষের রেশ গড়ায় ইভিএম ভাঙচুরের মাধ্যমে৷ অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে চোপড়ার কোটগাছ প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বর৷ ১১২ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষেরও খবর পাওয়া গিয়েছে৷ ভাঙচুর করা হয় ইভিএম৷ বুথে বাইরে ইভিএম ছুড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ৷

অন্যদিকে, বাগডোগরায় ইভিএমে বিজেপির প্রতীকে কালো টেপ মেরে দেওয়ার অভিযোগ৷ ঘটনার প্রতিবাদে আধঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ভোটগ্রহণ৷

জানা গিয়েছে, আপার বাগডোগরা গার্লস হাইস্কুলে ইভিএমে বিজেপির প্রতীকে কালো টেপ মেরে দেওয়ার অভিযোগ ওঠে৷ এর জন্য প্রায় আধঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ৷ সেক্টর অফিসার আসার পর ইভিএম থেকে কালো টেপ খুলে নিয়ে শুরু হয় ভোটগ্রহণ৷ কিন্তু, কে বা কারা এই কাণ্ড ঘটলো, তা এখনও জানা যায়নি৷ তবে, গোটা ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়েছে বিজেপি৷ গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতেই তৃণমূলের তরফে এই কাজ করা হয়েছে৷ বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *