কাঁকিনাড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষ রণক্ষেত্র কাঁকিনাড়া৷ কাটাপুকুর এলাকায় বেপরোয়া ভাবে বোমাবাজি করা হয়৷ পুলিশ-ব়্যাফ-কেন্দ্রীয় বাহিনীর সামনে অন্তত ২০-২৫টি বোমা ফাটানো হয়৷ রাস্তার উপর তৃণমূল-বিজেপির কর্মীরা একে অপরের বিরুদ্ধে বামাবাজি শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে৷ কিন্তু, তারপরও ছোড়া হয় একাধিক সেকেট বোমা৷ পরে, পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে৷ অভিযোগ মদন মিত্র এলাকায় পৌঁছতেই অশান্তি শুরু হয়৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি৷
রবিবার ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামপুরের মাদারিপুরে বোমাবাজি অভিযোগ ওঠে৷ কেন্দ্রীয় বাহিনী সরতেই এই বোমাবাজি বলে খবর৷ রোষের মুখে সাংবামাধ্যম৷ সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ খবর পেয়ে ফের ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী৷ এখনও থমথমে এলাকা৷
এলাকায় অশান্তি রুখতে গিয়ে তৃণমূলের মদতে বসিরহাট লোকসভা কেন্দ্রের বারাসতের শাসনে আক্রান্ত কুইক রেসপন্স টিম৷ । কুইক রেসপন্স টিমকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি প্রার্থী ভোট দিতে বলে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিল তারা।
খাস কলকাতার রবীন্দ্র সরণিতে বোমাবাজির অভিযোগ৷ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রবীন্দ্র সরণির বাঁশতলা মোড়ে বুথের কাছেই বোমাবাজি। বাইক আরোহী দুষ্কৃতীরা এসে বোমা ছুড়ে চলে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী৷ নিউ টাউনে উদ্ধার বিপুল পরিমাণ বোমা৷ বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের কলাবাগানে ইউনিটেক বিল্ডিংয়ের পাশে ঝোপের মধ্যে থেকে বোমা উদ্ধার। ২ ড্রাম ভর্তি বোমা মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমাবাজি। দুষ্কৃতীরা বাইক ফেলে পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘোলা হাইস্কুলে সিআইএসএফ এবং প্রিসাইডিং অফিসার বিজেপির এজেন্টকে বার করে দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির ওই এজেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কেন্দ্রের ভোটার নন।