তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্র শ্যামনগর, আক্রান্ত অর্জুন

বারাকপুর: মাসখানিক শান্ত থাকার পর ফের অশান্তি ছড়াল শ্যামনগরে৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আর তার জেরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অন্দরে৷ অভিযোগ, আজ সকালে রক্তদান শিবিরে যাওয়ার পথে বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়৷ ভাঙচুর করা হয় তাঁর বিলাসবহুল গাড়ি৷ গাড়িতে পাথর ছুড়ে ভাঙচুর করা হয়৷ ক্ষতিগ্রস্ত গাড়ির একাংশ৷ হেনস্তা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্র শ্যামনগর, আক্রান্ত অর্জুন

বারাকপুর: মাসখানিক শান্ত থাকার পর ফের অশান্তি ছড়াল শ্যামনগরে৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আর তার জেরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অন্দরে৷

অভিযোগ, আজ সকালে রক্তদান শিবিরে যাওয়ার পথে বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়৷ ভাঙচুর করা হয় তাঁর বিলাসবহুল গাড়ি৷ গাড়িতে পাথর ছুড়ে ভাঙচুর করা হয়৷ ক্ষতিগ্রস্ত গাড়ির একাংশ৷ হেনস্তা করা হয় অর্জুনকে৷ সাংসদের গাড়ি ভাংচুরের অভিযোগ তুলে ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবি তুলেছে বিজেপি৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকা অশান্ত হয়ে উঠলে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ৷

অভিযোগ, স্থানীয় একটি পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়৷ শ্যামনগরের বিজেপির একটি পার্টি অফিস পুনর্দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়৷ সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হন বিজেপি সংসদ৷ তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ৷ ভাঙা হয় গাড়ি৷ গোটা ঘটনার পিছনে তৃণমূলকে দায়ী করেছেন বিজেপির সংসদ৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে এলাকায় ফের অশান্ত হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই সাংসদ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গেলেও তাদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি তুলে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্জুন৷ সাফ জানিয়ে দেন, ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে দক্ষযজ্ঞ বেধে যাবে শ্যামনগরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =