‘তৃণমূল কর্মীরা ৯৯.৯৯% সৎ’, কাটমানি-কাণ্ডে নয়া বিবৃতি তৃণমূলের

কলকাতা: কাটমানি ইস্যুতে যখন জেলায় জেলায় বিক্ষোভ চলছে, ঠিক তখনই এই একই ইস্যুতে এবার বিবৃতি তৃণমূলের৷ দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে দলের তরফে দেওয়া হয়েছে বিবৃতি৷ তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ সৎ ও পরিশ্রমী৷ কাটমানি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তৃণমূলের৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বারক্ষ করা একটি বিবৃতি জানানো হয়েছে, তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ

‘তৃণমূল কর্মীরা ৯৯.৯৯% সৎ’, কাটমানি-কাণ্ডে নয়া বিবৃতি তৃণমূলের

কলকাতা: কাটমানি ইস্যুতে যখন জেলায় জেলায় বিক্ষোভ চলছে, ঠিক তখনই এই একই ইস্যুতে এবার বিবৃতি তৃণমূলের৷ দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে দলের তরফে দেওয়া হয়েছে বিবৃতি৷ তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ  সৎ ও পরিশ্রমী৷ কাটমানি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তৃণমূলের৷

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বারক্ষ করা একটি বিবৃতি জানানো হয়েছে, তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ  সৎ ও পরিশ্রমি৷ ইচ্ছা করেই তৃণমূল নেতা-কর্মীদের বিভ্রান্তিতে ফলা হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত ভাবে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে৷ কিছু কিছু দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য ও কাউন্সিলররা বিজেপিতে যোগ দিচ্ছে৷ তারা নিজেদের স্বার্থে দলবদল করছেন৷

বিজেপিকে কাঠগড়ায় তুলে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যারা দল ছাড়ছে তাঁদেক উদ্দেশ্য অসৎ, স্বার্থ ব্যক্তিগত৷ তাঁরা অপরাধ করে ভাবছে পার পেয়ে যাবে৷ কিন্তু, বিজেপিতে গেলেও আপরাধীরা ছাড় পাবে না৷ কেউ যদি ভুল করে তাঁদের পরিনাম ভুগতে হবেই৷

রবিবার সাংবাদিক বৈঠক করে কাটমানি-কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলের নেতারা কাটমানি নিচ্ছেন তা বুঝতে মুখ্যমন্ত্রীর কেন আট বছর সময় লেগে গেল? সাংবাদিক বৈঠক থেকেই এমনই প্রশ্ন তোলেন বিজেপির নবনিযুক্ত সাংসদ দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এত দক্ষ প্রশাসক, তার পরেও কেন সরকারি প্রকল্পে কাটমানি বুঝতে আট বছর সময় লাগে গেল? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই রাজ্যে তোলাবাজি থেকে সিন্ডিকেট সবকিছু চলে৷ তাই, এবার কালীঘাটেও বিক্ষোভ হওয়া উচিত৷’’ চলতি সপ্তাহে নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠক থেকে দলনেত্রী সাফ জানিয়ে দেন, যাঁরা কাটমানি নিয়েছেন, ফেরত দিয়ে দেবেন৷ টাকা ফেরতের নির্দেশ দেওয়ার পরই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়৷ কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতাদের ঘেরাও, বিক্ষোভ, ধর্নায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *