বিধানসভা নির্বাচনে তৃণমূল ৩০টি আসনও পাবে না: মুকুল

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার তৃণমূলের বিরুদ্ধে ফের একবার যুদ্ধ ঘোষণা মুকুলের৷ জানিয়ে দিলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে৷ মুকুলের ভবিষ্যৎবাণী ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ আজ শনিবার আইসিসিআরে দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে শেষে মুকুল রায়ের

বিধানসভা নির্বাচনে তৃণমূল ৩০টি আসনও পাবে না: মুকুল

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার তৃণমূলের বিরুদ্ধে ফের একবার যুদ্ধ ঘোষণা মুকুলের৷ জানিয়ে দিলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে৷ মুকুলের ভবিষ্যৎবাণী ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷

আজ শনিবার আইসিসিআরে দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে শেষে মুকুল রায়ের মন্তব্য, ‘‘বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ দলের সাংগঠনিক পরিস্থিতি খুবই ভালো৷ আমরা গোটা পশ্চিমবাংলায় তৃণমূলকে ৩০-এর নিচে নামিয়ে দেব৷ আজ দলে যারা এসেছিলেন, তাঁদের সঙ্গে আলোচনা করে এটাই আমার অ্যাসেসমেন্ট৷ স্বাভাবিকভাবেই বিজেপির আসন সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় সেই আলোচনা হল৷’’

এদিন মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে মুকুল রায়ের মন্তব্য, অপেক্ষা করে থাকুন৷ মমতার বিরুদ্ধে মিথ্যা মামলা নয়, যে সত্যি মামলা তৈরি হচ্ছে, আমি বলব, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও তৈরি থাকুন৷’’ জেলাস্তরে সাংগঠিক সাংগঠনিক পদে নির্বাচন প্রসঙ্গে মুকুলের মন্তব্য, ‘‘বিজেপিতে দু’ভাবে নির্বাচন হয়৷ একটা সহমতের ভিত্তিতে হয়৷ আর সহমত না হলে তখন ব্যালটে ভোট হয়৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী একবারও ব্যালটে নির্বাচনে যেতেননি৷ সহমতের ভিত্তিতে জিতেছেন৷ ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন হয়৷ জেলা থেকে রাজ্যস্তরে সমস্ত ক্ষেত্রে নির্বাচন হয়৷ কিন্তু আমি যখন তৃণমূলে ছিলাম তখন তৃণমূলের তখন তৃণমূলের নির্বাচনে রিটার্নিং অফিসার থাকতাম৷ কিন্তু কোনও নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে তৃণমূল সভাপতি পদে আসীন হননি৷ তৃণমূলে কোনও নির্বাচন হয় না৷ বলা হয়, দলের সভানেত্রী নির্বাচন হবে৷ প্রার্থী কে মমতা বন্দ্যোপাধ্যায়? কেউ কি প্রার্থী হতে চাও? তৃণমূলের এভাবে ভোট হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seven =