তৃণমূল সাংসাদের বাড়ি-অফিসে ইডির হানা! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে তৃণমূল সাংসদ কেডি সিংয়ের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি! ২০১৬ সালে অ্যালকেমিস্ট মামলায় জেরা ২০ বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে ইডি সূত্রে খবর৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, হাজিরা না দেওয়ার তৃণমূল সাংসদ কেডি সিংয়ের বাড়িতে হানা দেয়ে ইডি! চণ্ডীগড় ও দিল্লির বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷ ২০১৬ সালে

তৃণমূল সাংসাদের বাড়ি-অফিসে ইডির হানা! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে তৃণমূল সাংসদ কেডি সিংয়ের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি! ২০১৬ সালে অ্যালকেমিস্ট মামলায় জেরা ২০ বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে ইডি সূত্রে খবর৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, হাজিরা না দেওয়ার তৃণমূল সাংসদ কেডি সিংয়ের বাড়িতে হানা দেয়ে ইডি! চণ্ডীগড় ও দিল্লির বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷ ২০১৬ সালে অ্যালকেমিস্ট মামলায় ২৪৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে ইডি৷

অভিযোগ, উত্তর-পূর্ব ভারতে অ্যালকেমিস্ট প্রায় তিন লক্ষ আমানতকারীর থেকে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা তুলে প্রতারণা করে বলে অভিযোগ পান ইডির আধিকারিকরা৷ দায়ের হয় মামলা৷ সারদা, রোজভ্যালির মতো বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদের সংস্থার বিরুদ্ধে৷ অসম থেকে শুরু করে ওডিশা, ঝাড়খন্ডে ওই সংস্থার বিরুদ্ধে মামলা চলছে৷ অ্যালকেমিস্টের বিরুদ্ধে ৫০০-র বেশি অভিযোগ জমা পরেছে বলেছে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =