কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের মুখে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঝাঁটা নিয়ে তাড়া করার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী রত্না কর৷ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা দিয়ে তাড়ানোর দায়িত্ব দলের মহিলা কর্মীদের উপর চাপিয়ে বিতর্কে তৃণমূল মন্ত্রী৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপির তরফে একটি ভিডিও ঘিরে বিতর্ক দেখা দিয়েছে৷ নদিয়ার কৃষ্ণগঞ্জের প্রয়াত বিধায়ক তৃণমূল কংগ্রেসের সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীর সমথনে একটি কর্মিসভার অংশ নেন তিনি৷ ওই সভা থেকে রত্না কর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঝাঁটা নিয়ে তাড়া করার নির্দেশ দেন৷ রাজ্যের মন্ত্রীর মুখে এহেন নির্দেশকে হাতিয়ার করতে সময় নেয়নি বিজেপি৷
TMC MLA from Chakdaha, Ratna G Kar: This time, it’s even more challenging, but there’s nothing to be scared. I’ll go to each&every booth & we won’t care about central forces, if they’re pro-active, I’ll request Mahila Morcha members to pick up broomsticks & chase them away.(15.4) https://t.co/Mh8WwtHAve
— ANI (@ANI) April 17, 2019
Ratna Ghosh Kar, a lawmaker & minister in the @mamataofficial government openly provoking TMC party workers to attack @crpfindia jawans on poll duty & lambasts democracy.
This time Bengal will fight these goons by exercising their constitutional rights without fear. pic.twitter.com/Gxv3Be1jVU
— BJP Bengal (@BJP4Bengal) April 16, 2019
রাজ্য বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে ওই কর্মিসভার একটি ভিডিও পোস্ট করা হয়৷ আর তাতেই দেখা যাচ্ছে রত্নাদেবীকে ওই বিতর্কিত মন্তব্য করতে৷ ভিডিওয় দেখা যাচ্ছে, রত্নাদেবী শুরুতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের কৃতিত্ব কর্মীদের দিচ্ছেন। ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের মুখেও পড়তে হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন৷ এর পরই তিনি দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে জানান যে নির্বাচনের দিন ঝাঁটাহাতে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করে এলাকা ছাড়া করতে৷ এ বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কারও বক্তব্য পাওয়া যায়নি।