মমতাকেই প্রধানমন্ত্রী চেয়ে ঝড় তুলছে তৃণমূল

কলকাতা: দেশের প্রধানমন্ত্রীর আসনে তাঁকে দেখতে চাই। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ও তার অনুগামী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি ব্যবহার করে এই প্রচার ঝড় তুলেছে। গত জানুয়ারিতে ব্রিগেডে মমতাকে মধ্যমণি করে দেশের তাবড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব ‘ইউনাইটেড ইন্ডিয়া’ গড়ার ডাক দিয়েছিলেন। তারই প্রভাবে বাংলা থেকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রীর সম্ভাবনার

মমতাকেই প্রধানমন্ত্রী চেয়ে ঝড় তুলছে তৃণমূল

কলকাতা: দেশের প্রধানমন্ত্রীর আসনে তাঁকে দেখতে চাই। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ও তার অনুগামী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি ব্যবহার করে এই প্রচার ঝড় তুলেছে। গত জানুয়ারিতে ব্রিগেডে মমতাকে মধ্যমণি করে দেশের তাবড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব ‘ইউনাইটেড ইন্ডিয়া’ গড়ার ডাক দিয়েছিলেন।

তারই প্রভাবে বাংলা থেকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রীর সম্ভাবনার সূচনা হতে থাকে। সপ্তাহ দুই আগে তৃণমূলের প্রার্থী তালিকাও অন্যান্য সব দলের আগেই প্রকাশিত হয়েছে। স্বভাবতই প্রচারেও কয়েক ধাপ এগিয়ে রয়েছে তৃণমূল। সভা, পদযাত্রা, পোস্টার, ব্যানার, ফ্লেক্স-এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে শুরু হয়েছে প্রচার। সোশ্যাল মিডিয়ায় স্লোগান উঠেছে,‘বলছে দেশের জনতা/ প্রধানমন্ত্রী মমতা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *