এবার মোদীর ঘরে ‘দিদি’র হানা! উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা

এবার মোদীর ঘরে ‘দিদি’র হানা! উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা

কলকাতা: টার্গেট টোয়েন্টি-টোয়েন্টি ফোর৷ আপাতত বাংলাকে ছাপিয়ে তৃণমূলকে দেশের আরও একাধিক রাজ্যে ছড়িয়ে দেওয়ায় দিদির লক্ষ্য৷ সেই উপলক্ষ্যে এবার দিদির টার্গেটে মোদী-শাহর খাসতালুক গুজরাত৷

আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ এবার পালিত হবে মোদী-শাহের আপন রাজ্যে৷ ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাত প্রদেশে’র তরফে ইতিমধ্যে গুজরাতের ৩৩টি জেলার মধ্যে ৩২টিতেই শুরু হয়েছে প্রস্তুতি৷ গুজরাতি ভাষায় ইতিমধ্যে সেরাজ্যে পড়েছে একাধিক হোর্ডিং৷ ভোটের সময় মোদী-শাহর মুখে কটাক্ষের সুরে বারে বারে বলা হয়েছিল, ‘দিদি, ও দিদি স্লোগান!’

ঘটনাচক্রে গুজরাত, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অসম, ত্রিপুরার মতো রাজ্যে তৃণমূলের প্রচারের হোর্ডিংয়ে লেখা হয়েছে- ‘দিদি মমতা ব্যানার্জী৷ চেয়ারপার্সেন৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷’ স্বাভাবিকভাবেই মোদী-শাহের কটাক্ষের জবাব দিতেই মমতার নামের আগে ‘দিদি’ শব্দটি বসানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা৷ দলীয় সূত্রের খবর, ২১ জুলাই নেত্রীর ভাষণ একই সময়ে বড় বড় ডিস প্লে বোর্ডের মাধ্যমে কলকাতা, দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ গুজরাত সহ দেশের একাধিক রাজ্যের রাজপথে দেখা যাবে৷

তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাইরেও কতখানি জনপ্রিয় তা না দেখলে বোঝা যাবে না৷ গুজরাত, উত্তরপ্রদেশের বহু মানুষ সেখানে তৃণমূলে যোগ দিচ্ছেন৷’’

২১ জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশের পরই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ স্বভাবতই, বাংলা ছাড়িয়ে দলকে এবার দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেওয়াও যে দিদির প্রধান লক্ষ্য তা বলাইবাহুল্য৷ কারণ, ডেস্টিনি টাগের্ট – দিল্লি, টোয়েন্টি-টোয়েন্টি ফোর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =