অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল: কেন্দ্রীয় মন্ত্রী

বারাকপুর: অনুপ্রবেশকারীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই রাজ্যে তৃণমূল নিজেদের ভোট ব্যাঙ্ক তৈরি করেছে। আমরা এসে তা ঠিক করব। শনিবার টিটাগড় থানার মাতারাঙ্গী এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে রোড শো করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলার মানুষ ৩৪ বছর ধরে চলা সিপিএম সরকারের অবসান ঘটিয়েছে। তৃণমূল আসার পর

অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল: কেন্দ্রীয় মন্ত্রী

বারাকপুর: অনুপ্রবেশকারীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই রাজ্যে তৃণমূল নিজেদের ভোট ব্যাঙ্ক তৈরি করেছে। আমরা এসে তা ঠিক করব। শনিবার টিটাগড় থানার মাতারাঙ্গী এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে রোড শো করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলার মানুষ ৩৪ বছর ধরে চলা সিপিএম সরকারের অবসান ঘটিয়েছে। তৃণমূল আসার পর বাংলা জুড়ে অপশাসন চলছে। এখানকার মানুষ পরিবর্তন চাইছে। এবার পরিবর্তন হবে। সারা দেশ মোদির সঙ্গে রয়েছে। সেখানে বাংলা পিছিয়ে থাকবে কেন? তিনি বলেন, তৃণমূলের জমানায় বাংলায় গুন্ডারাজ চলছে। সাধারণ মানুষকে নিজেদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই সরকারের আমলে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত বহু কর্মীর সঙ্গে আমি দেখাও করেছি। মানুষ এবার সরব হয়েছে। নির্বাচন কমিশনেও সমস্ত বিষয়টি জানানো হয়েছে। সাধারণ মানুষ যাতে নিজেদের ভোট নিজে দিতে পারে, তার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের দুই অভিনেতা তৃণমূলের প্রচারে যাওয়ার জন্য বাংলাদেশে তাদের ফেরত পাঠানো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাংলাদেশ আমার বন্ধু দেশ। সেই দেশের সকলকে এদেশে স্বাগত। কিন্তু, ভিসা নিয়ে যে কাজের জন্য তাঁরা এদেশে এসেছিলেন, তা না করে কোনও রাজনৈতিক দলের প্রচার করা ঠিক হয়নি। ফলে, তাঁরা নিয়মভঙ্গ করেছেন। তার জন্য যে আইন রয়েছে তা পালন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =