কলকাতা: অবশেষে বিজেপিতে যোগদান করতে চলেছে সব্যসাচী দত্ত৷ মঙ্গলবার তৃতীয়ায় বিজেপিতে যোগদান করবেন তিনি৷ অমিত শাহের উপস্থিতিতে দলবদল করার সম্ভাবনা রয়েছে তাঁর৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের হাত ধরে গেরুয়া পতাকা তুলে নেওয়ার কথা রয়েছে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘটদতে পারে সব্যসাচীর দলবদল৷
এর আগে তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে কার্যত নাম লিখে ফেলেছিলেন সব্যসাচী৷ কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম লেখানি৷ সব্যসাচীর গণেশ পুজোয় বিজেপি নেতাদের উপস্থিতি ঘিরে তৈরি হয় নয়া জল্পনা৷ এই নিয়ে দলের অন্দরে শুরু হয় প্রশ্ন৷ কেন সব্যসাচী আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিচ্ছেন না? তা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন৷ এবার দলের অন্দরে উঠতে থাকা সমস্ত প্রশ্ন ও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের বিধায়ক৷
তৃতীয়া উপলক্ষ্যে আগামিকাল শহরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ সল্টলেকে একটি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷ কিন্তু সেখানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন না৷ পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে৷ ক্লাব কর্তৃপক্ষের প্রবল আপত্তির জেরে বিজেপির নেতা কর্মীদের ওই পুজোর উদ্বোধনে আপাতত কোনটাই জায়গা না মিললেও পুজোর উদ্বোধন ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ জানা গিয়েছে, পুজোর উদ্বোধনের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি৷ এনআরসি সহ ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন তিনি৷ মনে করা হচ্ছে, ওই বৈঠক শুরুতে বিজেপিতে নাম লেখাতে পারেন তৃণমূলের সব্যসাচী৷