ফের ভাঙছে তৃণমূল, দল ছাড়ছেন বেশ কয়েকজন বিধায়ক-কাউন্সিলর

নয়াদিল্লি: দলবদল অবশ্যম্ভাবী ছিলই৷ জল্পনা ছিল বিজেপিতেই যাওয়ার। সেই জল্পনা সত্যি করে, আজ বিকেলেই পদ্মশিবিরে যোগ দিচ্ছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়৷ বীজপুরের বিধায়ক শুভ্রাংশুর সঙ্গেই যোগ দিতে পারেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং৷ একই সঙ্গে কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার একাধিক পুরসভার কাউন্সিলরও বিজেপিতে যোগ দিতে পারেন। সোমবারই, বাবার সঙ্গে দিল্লি উড়ে গিয়েছেন শুভ্রাংশু। মঙ্গলবার, সকালে দিল্লিতে

ফের ভাঙছে তৃণমূল, দল ছাড়ছেন বেশ কয়েকজন বিধায়ক-কাউন্সিলর

নয়াদিল্লি: দলবদল অবশ্যম্ভাবী ছিলই৷ জল্পনা ছিল বিজেপিতেই যাওয়ার। সেই জল্পনা সত্যি করে, আজ বিকেলেই পদ্মশিবিরে যোগ দিচ্ছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়৷ বীজপুরের বিধায়ক শুভ্রাংশুর সঙ্গেই যোগ দিতে পারেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং৷

একই সঙ্গে কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার একাধিক পুরসভার কাউন্সিলরও বিজেপিতে যোগ দিতে পারেন। সোমবারই, বাবার সঙ্গে দিল্লি উড়ে গিয়েছেন শুভ্রাংশু। মঙ্গলবার, সকালে দিল্লিতে তৃণমূল ছেড়ে আসা বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মুকুল রায়। এদিন, বিকেলেই দীনদয়াল উপাধ্যায় ভবনে কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতেই তাঁরা দলে যোগ দিচ্ছেন বলে বিজেপি সূত্রে খবর।

অন্যদিকে, বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা রাধানপুরের বিধায়ক অল্পেশ ঠাকুর৷ গুজরাতের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নীতিন প্যাটেলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি৷ এরপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল জল্পনা শুরু হয়৷ সূত্রের খবর, এদিন প্রায় একঘণ্টা বৈঠক করেন অল্পেশ ও নীতিন৷  এপ্রিল মাসে দুই সহযোগীকে সঙ্গে নিয়ে কংগ্রেস ত্যাগ করেন ঠাকুর সম্প্রদায়ের এই প্রভাবশালী নেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nineteen =