Aajbikel

মোদির প্রকল্পের নাম বদলাচ্ছে তৃণমূল সরকার? কেন্দ্রকে চিঠি শুভেন্দুর! বিজেপির হাতিয়ার এবার নাম বদল?

 | 
শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি: উইলিয়াম শেক্সপিয়ার  বলেছিলেন নামে কি আসে যায়! কিন্তু সত্যিই যে নামে কিছু আসে যায় তা ভালই টের পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদল করে সেগুলি নিজেদের বলে চালাতে চাইছে তৃণমূল সরকার, এমনটাই অভিযোগ বিজেপির। বহুদিন ধরেই এই অভিযোগ করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার 'প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা' প্রকল্পের নাম বদল করা হয়েছে বাংলায়, এই অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি দিলেন শুভেন্দু। কেন্দ্রীয় প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী পুরুষোত্তম রূপালাকে এ বিষয়ে তিন পাতার চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা।

তাঁর অভিযোগ, কেন্দ্রের মৎস্য প্রকল্পের নাম বদলে 'বাংলা মৎস্য যোজনা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দুর আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঁচটি প্রকল্পের নাম বাংলায় বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গে বদলে হয়েছে 'বাংলা আবাস যোজনা', জল জীবন মিশন বদলে হয়েছে 'জল স্বপ্ন', স্বচ্ছ ভারত অভিযান বদলে হয়েছে 'মিশন নির্মল বাংলা' এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পশ্চিমবঙ্গে 'খাদ্যসাথী' নাম দিয়ে রাজ্য সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। আর এই সমস্ত প্রসঙ্গ তুলে বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। সম্প্রতি জাতীয় গ্রন্থাগারে বিজেপির  কার্যকারিণী বৈঠকে প্রকল্পের নাম বদলের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু তৃণমূলকে নিশানা করে বলেছেন, "গিরিরাজ সিংয়ের জন্য হাততালি। চুরির টাকা কীভাবে বন্ধ করতে হয় তিনি জানেন। বাকি মন্ত্রকগুলোরও এমন করা উচিত।"

শুভেন্দুকে ক্ষোভের সঙ্গে আরও বলতে শোনা যায়,"কীভাবে নাম বদল রুখতে হয় টাকা আটকে তা দেখিয়ে দিয়েছেন মন্ত্রী গিরিরাজ সিং।'' শুভেন্দু এ বিষয়ে আরও বলেছেন, "মৎস্যজীবীদের নিয়ে কেন্দ্র যথেষ্ট চিন্তা ভাবনা করছে। 'প্রধানমন্ত্রী মৎস্য যোজনা' প্রকল্পের নাম বদল করে দিয়েছে রাজ্য সরকার। নাম রাখা হয়েছে 'বঙ্গ মৎস্য যোজনা'। অন্যদিকে বিজেপি বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকারও আগের সরকারের প্রকল্পের নাম বদল করেছে। ইন্দিরা আবাস যোজনা, খাদ্য সুরক্ষা-সহ নাম বহু প্রকল্পের বদল করেছে মোদি সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। সেখানে বিভিন্ন প্রকল্পের হিসেব তৃণমূল সরকারের কাছ থেকে না পাওয়ার অভিযোগের পাশাপাশি প্রকল্পের নাম বদলের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। শুভেন্দুর দাবি প্রকল্পের নাম বদল হয়েছে বলেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের প্রাপ্য টাকা আটকে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ইস্যুটি নিয়ে নতুন করে ঝাঁপাতে চাইছে বিজেপি। তবে তা কতটা ডিভিডেন্ড দেবে বিজেপিকে সেটা সময়ই বলবে।
 

Around The Web

Trending News

You May like