‘ফল ঘোষণা হতেই প্রথম উইকেট পড়ল তৃণমূলের’

কলকাতা: ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবাকে প্রশংসা করতেই মুকুলপুত্র শুভ্রাংশুকে ছ’বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল৷ আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলে থেকে অন্যদলের প্রশংসা ও দলবিরোধী কাজের জন্য আমরা ছ’বছরের জন্য শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করা হল৷’’ কিন্তু, এত দেরি কেন? পার্থর জবাব, ‘‘আমরা আগেও অভিযোগ পেয়েছিলাম৷ আজ ব্যবস্থা

de6088a62025102a29ea7ff267fef090

‘ফল ঘোষণা হতেই প্রথম উইকেট পড়ল তৃণমূলের’

কলকাতা: ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবাকে প্রশংসা করতেই মুকুলপুত্র শুভ্রাংশুকে ছ’বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল৷ আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলে থেকে অন্যদলের প্রশংসা ও দলবিরোধী কাজের জন্য আমরা ছ’বছরের জন্য শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করা হল৷’’ কিন্তু, এত দেরি কেন? পার্থর জবাব, ‘‘আমরা আগেও অভিযোগ পেয়েছিলাম৷ আজ ব্যবস্থা নেওয়া হল৷’’

শুক্রবার তৃণমূলের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা হতেই মুখ খুললেন শুভ্রাংশু রায়৷ সংবাদমাধ্যমে মুকুলের মন্তব্য, ‘‘ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম উইকেট পড়ল তৃণমূলের৷’’ দল থেকে সাসপেন্ড হওয়ার পর শুভ্রাংশু বলেন, ‘‘আমার মনে হয় না আমি দলবিরোধী কাজ করেছি৷ আমি বাবার সঙ্গেও কথা বলেছি৷ বাবা বলেছে, সাবধানে থেকো৷’’ এখানেই থেমে না থেকে শুভ্রাংশু  আরও জানান, ‘‘অনেকদিন পর আবার খোলা হাওয়ায় ঘুরব৷ তৃণমূল নেতাদের সন্দেহে জেরে যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে মুক্তি পেলাম৷ এই দলে মারদাঙ্গা, আর মানুষকে ছোট করা ছাড়া তৃণমূলে আর কিছু নেই৷’’

‘ফল ঘোষণা হতেই প্রথম উইকেট পড়ল তৃণমূলের’ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবা মুকুল রায়ের প্রশংসা করেন ছেলে শুভ্রাংশুর৷ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রীর নাম উল্লেখ না করে শুক্রবার শুভ্রাংশু বললেন, ‘‘অনেকেই বলেছিলেন লক্ষ, লক্ষ মুকুল রায় তৈরি করে নেব৷ কিন্তু আজ সেই কাঁচরাপড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্যের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল৷’’

তাঁর আরও দাবি, আমি বলেছিলাম, বীজপুরের থেকে তৃণমূল প্রার্থীকে লিড দেব৷ কিন্তু, দিতে পারেনি৷ আমি ব্যার্থ৷ আমি ভেবেছিলাম, বীজপুরের আমিই একমাত্র ভূমিপুত্র৷ কিন্তু, মুকুল রায় নিজেই বুঝিয়ে দিয়েছেন তিনিও ভূমিপুত্র৷ আমি বাবার কাছে হেরে গেলাম৷’’ ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করে শুভ্রাংশু রায়ের জবাব, ‘‘এখনই দল ছাড়ছি না৷ বাবার সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেব৷’’ তাঁর প্রশ্ন, ‘‘দল এখনই ছাড়ছি না, কিন্তু দল কি আমায় বিশ্বাস করে?’’

প্রশ্ন উঠছে, তাহলে কি মুকুল পুত্র বুঝে গিয়েছেন, তাঁকে আর দল বিশ্বাস করবে না৷ তাহলে তিনিও কি দল ছাড়ছেন? আর তা না হলে ভোটের ফল ঘোষণার পর বাবার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রশংসা করতে গেলেন৷ পর্যবেক্ষক মহলের ধারনা, মুকুল পুত্রের বিজেপি যোগ এখন সময়ের অপেক্ষা৷

এর আগেও নির্বাচনী পথ সভায় তৃণমূল নেতাদের সামনেই ফের বিস্ফোরক মন্তব্য করে বসেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়৷ সভা মঞ্চে থেকে বাবার প্রশংসাও করেন৷ কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভ্রাংশু অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে বাবা চোর ছেলে চোর বলে চেঁচান এক ব্যক্তি। গোটা বিষয়টি তিনি ভিডিও করে রেখেছেন। এরপরই মুকুল-পুত্র বলেন, বাবাকে আঘাত করলে তিনি ভুলে যান। কিন্তু আমি সেরকম নই। কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত। এখন ভোটের জন্য দলের হয়ে প্রচার করছি। জানি ভোট মিটলেই ফের আমাকে চোর অপবাদ শুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *