চুঁচুড়া: পঞ্চায়েত নির্বাচনের স্মৃতিকে উস্কে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা প্রস্তুতি নিচ্ছেন। নেতামন্ত্রীদের বাড়িতে অস্ত্র মজুত রেখে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট লুটের পরিকল্পনা চলছে।
চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে জামিন পাওয়ার প্রতিবাদে শুক্রবার থানা ঘেরাওয়ের পর সংবাদ মাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশন ঠুঁটো হয়ে গিয়েছে। তাই বারবার করে অভিযোগ জানানোর পরেও এখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে না। আর পুলিস তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে আমরা ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানাব।
লকেট আরও বলেন, নেতামন্ত্রীদের বাড়িতে অস্ত্র মজুত হচ্ছে। আমরা তা খবর পেলেও পুলিস সেই খবর পাচ্ছে না। তিনি বলেন, শাসকদলের নেতার ছেলে বলেই কি অস্ত্র আইন থাকার পরেও জামিন পেয়ে যাচ্ছে? আমরা পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানাচ্ছি। তাঁর অভিযোগ, পুলিস তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। তাই তারা সেভাবে কেস সাজিয়ে নেতার ছেলেকে আদালতে পাঠিয়েছে। অবিলম্বে এর প্রতিকার না হলে আমরা ফের থানা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামব। এখন থেকেই শাসকদল সন্ত্রাস সৃষ্টি করছে। তাই প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে তা নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বুথে বুথে রুট মার্চ করানোর ব্যবস্থা করার দাবি জানান।