পথ আটকে পুলিশ-বিজেপির বচসা, অবরুদ্ধ ধর্মতলা

কলকাতা: রাজনৈতিক দলের কর্মসূচি৷ আর তাকে ঘিরে পুলিশ-বিজেপির বচসা৷ বচসার জেরে পুরোপুরি অবরুদ্ধ ধর্মতলাগামী লেনিন সরণি৷ রাস্তাজুড়ে বিজেপি কর্মীদের অবস্থানের জেরে ব্যাহত যান চলাচল৷ দীর্ঘ যানজটে নাকাল জনজীবন৷ কানে ফোন নিয়ে রাস্ত জুড়ে পাইচারি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ অমিত শাহের রোড-শো ঘিরে বিজেপির ফ্লেক্স খুলে ফেলার অভিযোগে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দেন বিজেপির নেতারা৷ আর

339fac6dd78c7aeea0804db645df8605

পথ আটকে পুলিশ-বিজেপির বচসা, অবরুদ্ধ ধর্মতলা

কলকাতা: রাজনৈতিক দলের কর্মসূচি৷ আর তাকে ঘিরে পুলিশ-বিজেপির বচসা৷ বচসার জেরে পুরোপুরি অবরুদ্ধ ধর্মতলাগামী লেনিন সরণি৷ রাস্তাজুড়ে বিজেপি কর্মীদের অবস্থানের জেরে ব্যাহত যান চলাচল৷ দীর্ঘ যানজটে নাকাল জনজীবন৷ কানে ফোন নিয়ে রাস্ত জুড়ে পাইচারি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ অমিত শাহের রোড-শো ঘিরে বিজেপির ফ্লেক্স খুলে ফেলার অভিযোগে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দেন বিজেপির নেতারা৷ আর তার জেরেই থমকে রায় রাজপথ৷

অভিযোগ, মঙ্গলবার সকালে অমিত শাহর রোড শোর জন্য ধর্মতলাজুড়ে ফ্লেক্স দিয়ে মুড়ে ফেলে বিজেপি৷ পরে, পুলিশ ও পুরসভা গিয়ে হোর্ডিং সরিয়ে দেয়৷ হোর্ডিং খোলাকে কেন্দ্র করে ধর্মতলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ শুরু হয় পুলিশের সঙ্গে বচসা৷ পরে, খুলে ফেলা হোর্ডিং জুড়তে শুরু করেন বিজেপি কর্মীরা৷ রাস্তা অবরুদ্ধ করে ফ্লেক্স লাগানোর কাজ শুরু করে বিজেপি৷ একদিকে যখন ফ্লেক্স লাগানোর কাজ চলছে, তখন পিছনে দাঁড়িয়ে সারি সারি গাড়ি৷ দীর্ঘ সময়ের জন্য ভেঙে পড়ে গণপরিবহণ ব্যবস্থা৷

আজ, মঙ্গলবার অমিত শাহর রোড শো ঘিরে জটিলতা তৈরি হয়৷ শহিদ মিনার থেকে রোড শো শুরু করার অনুমতি দেয়নি পুলিশ৷ ধর্মতলা রোড থেকে রোড শো শুরু করার নির্দেশ দেওয়া হয়৷ রোড শো শেষ হওয়ার স্থান নিয়েও রয়েছে বিধিনিষেধ৷ সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করার কর্মসূচি ছিল বিজেপির৷ কিন্তু কলকাতা পুলিশ তাতে অনুমতি দেয়নি৷ ফলে, রোড শো শেষ করতে হবে বিবেকানন্দ ক্রসিংয়েই৷

কিন্তু কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ? তারকা প্রচারের ক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে পুলিশের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব সেনাবাহিনীর কাছে অনুমতি চান৷ সেনা অনুমতি দেওয়ার পর তাঁরা আর পুলিশের কাছে অনুমতি চাননি৷ যতক্ষণে তাঁরা পুলিশের কাছে রোড শো-র জন্য অনুমতি চেয়েছেন, ততক্ষণে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ তাই নিয়ম অনুযায়ী অনুমতি দিতে পারেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *