নয়াদিল্লি: প্রতারণা মামলায় এবার কলকাতা পুলিশের জেরার মুখোমুখি বিজেপি নেতা মুকুল রায়৷ দিল্লির হাইকোর্টের নির্দেশে আগামী ১০ দিন মুকুলের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ থাকলেও কলকাতা পুলিশকে জেরায় ছাড় দেওয়া হয়েছে৷ চলতি সপ্তাহেই প্রতারণ মামলায় মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়ানা জারি করে ব্যাঙ্কশাল আদালত৷ সেই পরিপ্রেক্ষিতে দিল্লি গিয়ে মুকুলকে জেরার উদ্যোগ দেয় কলকাতা পুলিশ৷
শুক্রবার মুকুল রায়কে জেরা করতে সকালেই লালবাজারের একটি বিশেষ দল মুকুল রায়ের দিল্লির বাড়িতে যান। সেখানেই তাকে জেরা করে কলকাতা পু্লিশের বিশেষ দল। মোট তিন দফায় মুকুল রায়কে জেরা করবে লালবাজারের তদন্তকারীরা। প্রশ্ন মালা সাজিয়ে পরপর কলকাতা পুলিশ টানা জেরা করতে শুরু করেছে।
বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টের গ্রেপ্তারি নিয়ে দিল্লির আদালতে শুনানি হয়েছিল। শুনানি শেষে আদালত জানায় ১০ দিনের আগে মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না। তবে মুকুল রায়কে তদন্তের জন্য জেরা করতে পারবে লালবাজার। এমনকি মুকুল রায়কে কলকাতা পু্লিশের সঙ্গে দুর্নীতির মামলায় তদন্তে সহযোগিতা করতে হবে। আদালতের নির্দেশ পাবার পরেই মুকুলকে জেরা করার জন্য তৈরি হতে শুরু করেছিলেন তদন্তকারীরা। মুকুল রায়ের বিরুদ্ধে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলা রয়েছে বড়বাজার থানায়। চাকরি দেওয়ার নাম করে বিজেপি নেতা আর্থিক লেনদেন করছে বলে অভিযোগ দায়ের হয় বড়বাজার থানায়। আর এই দুর্নীতি মামলায় শুক্রবার প্রথম মুকুল রায়কে জেরার মুখে পরতে হল৷