বিজেপিতে যোগ দিলেন টলিউডের ৯ তারকা, দেখুন তালিকা

নয়াদিল্লি: ফের টলিউডে থাবা বসাল বিজেপি৷ এবার টলিউডের ১১ জন অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগদান করলেন৷ টলিউডের দলের সংগঠন বৃদ্ধির বিষয়টি দিল্লি থেকে কেন্দ্রীয় নেতা শীবপ্রকাশ দেখছেন৷ বাংলা থেকে ১১ জন পরিচিত মুখ দিল্লির বিজেপির পার্টি অফিসে উপস্থিত হয়ে গেরুয়া পতাকা তুলে নেন৷ বিজেপিতে যোগদানের টলিউডের তালিকা বেশ দীর্ঘ৷ বিজেপিতে যোগ দেন ঋষি কৌশিক, পার্ণ মিত্র,

বিজেপিতে যোগ দিলেন টলিউডের ৯ তারকা, দেখুন তালিকা

নয়াদিল্লি: ফের টলিউডে থাবা বসাল বিজেপি৷ এবার টলিউডের ১১ জন অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগদান করলেন৷ টলিউডের দলের সংগঠন বৃদ্ধির বিষয়টি দিল্লি থেকে কেন্দ্রীয় নেতা শীবপ্রকাশ দেখছেন৷ বাংলা থেকে ১১ জন পরিচিত মুখ দিল্লির বিজেপির পার্টি অফিসে উপস্থিত হয়ে গেরুয়া পতাকা তুলে নেন৷

বিজেপিতে যোগদানের টলিউডের তালিকা বেশ দীর্ঘ৷ বিজেপিতে যোগ দেন ঋষি কৌশিক, পার্ণ মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, অরিন্দম হালদার, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী এবং রূপা ভট্টাচার্য। টলিউডের টলিউডের এই কলাকুশলিরা সবাই একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে৷ তবে লোকসভা ভোটের ফলাফলের পর অনেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন৷ অবশেষে তাঁরা শাসক দলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 3 =