আজ বিজেপিকে রুখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে পুলিশ!

কলকাতা: আজ বিজেপির লালবাজার অভিযান৷ সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ জেলা নেতৃত্ব থেকে শুরু করে বাংলার ১৮ সাংসদ লালবাজার অভিযানে নামবেন৷ থাকবেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী৷ বিজেপির এই লালবাজার অভিযোগ রুখতে সমস্ত ধরনের ব্যবস্থা নিয়ে ফেলেছে পুলিশ৷ জানা গিয়েছে, আজ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হবে মিছিল৷ বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মিছিল যাবে লালবাজারে৷ সূত্রের

আজ বিজেপিকে রুখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে পুলিশ!

কলকাতা: আজ বিজেপির লালবাজার অভিযান৷ সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ জেলা নেতৃত্ব থেকে শুরু করে বাংলার ১৮ সাংসদ লালবাজার অভিযানে নামবেন৷ থাকবেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী৷ বিজেপির এই লালবাজার অভিযোগ রুখতে সমস্ত ধরনের ব্যবস্থা নিয়ে ফেলেছে পুলিশ৷

জানা গিয়েছে, আজ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হবে মিছিল৷ বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মিছিল যাবে লালবাজারে৷ সূত্রের খবর, ফিয়ার্স লেনের কাছে বিজেপির মিছিল রুখে দিতে পারে পুলিশ৷ সেখানে বিশাল ব্যারিকেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুলিশের৷

বিজেপির অভিযানের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে অন্তত ৩ হাজার পুলিশ৷ তৈরি রাখা হয়েছে মোবাইল ভ্যান, কিউআরটি৷ থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়ার্ড টিম৷ আকাশ পথে ড্রোন উড়িয়ে করা হবে নজরদারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =