আজ রাজপথ দাপাবে মমতার তৈরি বঙ্গ জননী বাহিনী

কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল৷ নবগঠিত সংগঠন ‘বঙ্গ জননী’ বাহিনী আজ, বৃহস্পতিবার হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করবে৷ বারাসতের সংসদ কাকলি ঘোষদস্তিদারকে এই সংগঠনের মাথায় বসান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাহিনী গঠনের পর এই পথম রাজরথ দাপাতে চলছে মমতার গড়ে দেওয়া বাহিনী৷ রাজ্যে বিজেপির নির্বাচনী সাফল্যের নেপথ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতি সক্রিয় ছিল বলে

আজ রাজপথ দাপাবে মমতার তৈরি বঙ্গ জননী বাহিনী

কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল৷ নবগঠিত সংগঠন ‘বঙ্গ জননী’ বাহিনী আজ, বৃহস্পতিবার হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করবে৷ বারাসতের সংসদ কাকলি ঘোষদস্তিদারকে এই সংগঠনের মাথায় বসান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাহিনী গঠনের পর এই পথম রাজরথ দাপাতে চলছে মমতার গড়ে দেওয়া বাহিনী৷

রাজ্যে বিজেপির নির্বাচনী সাফল্যের নেপথ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতি সক্রিয় ছিল বলে মনে করে তৃণমূল৷ অভিযোগ, বিভাজনের কাজ গোপনে করেছে আরএসএস৷ এবার তারই পাল্টা হিসাবে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সঙ্ঘ পরিবারের ভূমিকা নিয়ে কড়া মনোভাব জানান মুখ্যমন্ত্রী৷ আরএসএসের মোকাবিলায় তিনি দুটি সংগঠনকে কাজে লাগানোর পরিকল্পনা নেন৷ জয় হিন্দ বাহিনীর অস্তিত্ব আগে থাকলেও সাংগঠনিকভাবে তার কোনও ভূমিকা ছিল না৷ এবার সেই ক্ষমতা বিপুল ভাবে বাড়ানো হয়েছে৷  পাশাপাশি মহিলাদের নিয়ে বঙ্গ জননী নামে আরও একটি সংগঠনের পত্তন করেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =