কোচবিহার: আজ, বুধবার কোচবিহারের দিনহাটার সংহতি ময়দানে দলীয় প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে সভামঞ্চ তৈরির কাজ শেষ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দিনহাটায় পৌঁছবে। রেকর্ড সংখ্যক কর্মীকে সভায় শামিল করার ব্যাপারে দলের জেলা নেতৃত্ব উদ্যোগ নিয়েছে।
মুখ্যমন্ত্রীর সভা সফল করতে জেলাজুড়ে ব্যাপক প্রচার চলছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলে থাকাকালীন এই দিনহাটা থেকেই নিশীথ প্রামাণিকের রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। বর্তমানে তিনি জার্সি বদলে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন। সংহতি ময়দান থেকে নিশীথবাবুর গ্রামের বাড়ি ভেটাগুড়ি বেশি দূরে নয়। সেই দিনহাটায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি, দলের জেলা নেতৃত্ব নিশীথ অনুগামীদের সভাস্থলে জড়ো করতে পারে কি না, সেদিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। তবে, তৃণমূলের একাংশের মতে, বিজেপি প্রার্থী গত কয়েকদিন ধরেই দিনহাটার বিভিন্ন জায়গায় ঘুরে নিজের পালে হাওয়া তোলার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রীর সভার পর সেই হাওয়া ঘুরে যাবে। যা বিজেপির কাছে কার্যত অশনি সঙ্কেত। অন্যদিকে, এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে কতটা সুর চড়ান, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় রেকর্ড সংখ্যক মানুষ আসবেন। ভোটের দিন তাঁরা তৃণমূলের পক্ষেই রায় দেবেন।