পঞ্চায়েতের স্মৃতি রুখতে সাতসকালে ভোটের লাইনে উত্তরের জনতা

শিলিগুড়ি: আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট শুরু হয়েছে৷ দু’টি লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ লক্ষ ৫৪ হাজার ২৭৬ জন৷ ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে৷ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত৷ এদিন ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বুথে বুথে লম্বা লাইন দেখে গিয়েছে৷ নিজের ভোট নিজে দিতে সমস্ত

পঞ্চায়েতের স্মৃতি রুখতে সাতসকালে ভোটের লাইনে উত্তরের জনতা

শিলিগুড়ি: আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু‌ই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট শুরু হয়েছে৷ দু’টি লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ লক্ষ ৫৪ হাজার ২৭৬ জন৷ ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে৷ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত৷ এদিন ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বুথে বুথে লম্বা লাইন দেখে গিয়েছে৷ নিজের ভোট নিজে দিতে সমস্ত কাজ ফেলে ভোটের লাইনে উত্তরের জনতা৷

তাঁদের একটাই দাবি, পঞ্চায়েতে ভোট হয়নি৷ হয়েছে অশান্তি৷ নিজের ভোট নিজে দিতে পারেনি৷ ফলে, এবারের নির্বাচন কোনও ভাবেই হাতছাড়া করতে নারাজ উত্তরের জনতা৷ ফলে, সাতসকালে বুখমুখী হয়ে নিজের অধিকার প্রয়োগে বদ্ধপরিকর উত্তরবঙ্গ৷ নিজের নিজে নিজে দেওয়াটাই এখন লক্ষ আলিপুরদুয়ার ও কোচবিহারের ৩৪ লক্ষ ৫৪ হাজার ২৭৬ জন ভোটার৷ ভোটাররা জানিয়েছেন, অন্তত এবার যেন পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি না ফেরে৷

এবারের নির্বাচন করাতে বেশ কড়া কমিশন৷ ভোটকর্মীরা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে বুথের ভিতরে ঢুকতে পারবেন না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দু’টি কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৮৪৪। তার মধ্যে ১৯৬৭টি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বাকি ১৮৭৭টি বুথে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *