মোদীর জন্মদিনে অভিষেক শুভেচ্ছা জানালেও নীরব মমতা! ফের দূরত্ব?

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বৃদ্ধি হয়েছে? এই জল্পনা শুরু হয়েছে বিশেষ…

TMC leadership rift

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বৃদ্ধি হয়েছে? এই জল্পনা শুরু হয়েছে বিশেষ একটি কারণে। ঘটনা হল মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। (TMC leadership rift)

এদিন সকালে অভিষেক নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। অভিষেকের পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলির অন্যতম শীর্ষ নেতৃত্ব যেমন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, পিনারাই বিজয়ন, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন-সহ অনেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

TMC leadership rift
মমতা ও অভিষেকের টুইট

কিন্তু সেই জায়গায় মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রীকে। তবে তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। তাই যেটা দেখা গিয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ অভিষেক শুভেচ্ছা জানালেও মমতা এ ব্যাপারে নীরব থেকেছেন অন্তত মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত।

modi
মোদী

দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব বৃদ্ধির জল্পনা TMC leadership rift

তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব বৃদ্ধির জল্পনা আগেও হয়েছে। গত মাসেও সেটা নিয়ে চর্চা থেমে থাকেনি। গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবের পর অভিষেক এক্স হ্যান্ডলে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে লিখেছিলেন, সেই ঘটনায় যুক্ত থাকা সমস্ত অভিযুক্তকে যেন গ্রেফতার করা হয়। কাউকে যেন ছাড়া না হয়। সেদিন সুনির্দিষ্ট ভাবে কোনও রাজনৈতিক দলের নাম কিন্তু করেননি তিনি। অথচ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হামলার দায় চাপিয়ে দেন রাম-বামের উপর। অর্থাৎ সেই ঘটনায় বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতীরা যুক্ত ছিল বলে মমতার অভিযোগ। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে যায়। এরপর বেশ কিছুদিনের জন্য নীরব থাকতে দেখা যায় অভিষেককে।

মমতা-অভিষেক

নীবর মমতা (Mamata Banerjee)

এর আগেও রাজ্য প্রশাসনের একাংশের কাজকর্ম নিয়ে অভিষেক প্রশ্ন তুলেছিলেন বলে শোনা যায়। তখন বেশ কিছুদিনের জন্য তিনি রাজ্য রাজনীতি থেকে ‘বিরতি’ নিয়েছিলেন। যা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিষেক শুভেচ্ছা জানানোর পর মমতা নীরব থাকায় নতুন করে বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আরও পড়ুন-

কেজরিওয়াল যে সাহস দেখাচ্ছেন তা কী দেখাতে পারবেন মমতা? 

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী স্মৃতি ইরানি? 

ধর্ষণ-খুনের মামলায় ধৃত সন্দীপ ও অপসারিত ওসি

সন্দীপের আরও সম্পত্তির খোঁজ মিলল,

Politics: Speculations rise as distance grows between TMC’s Mamata Banerjee and Abhishek Banerjee. On PM Modi’s birthday, Abhishek extends wishes while Mamata remains silent till late. Is there a rift in TMC’s top leadership? Read more on the political dynamics in West Bengal