আরজি কর আবহে অভিষেককে চিঠি দিয়ে দল ছাড়লেন তৃণমূল নেতা! ফিরবেন কংগ্রেসে?

জোড়াফুল শিবিরে অস্বস্তি আরজিকর কাণ্ডের অভিঘাতে যখন পশ্চিমবঙ্গে জেরবার অবস্থা হয়েছে শাসক দল তৃণমূলের, তখন জোড়াফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন অসম তৃণমূলের সভাপতি রিপুন…

Ripun Bora Resigns from TMC

জোড়াফুল শিবিরে অস্বস্তি

আরজিকর কাণ্ডের অভিঘাতে যখন পশ্চিমবঙ্গে জেরবার অবস্থা হয়েছে শাসক দল তৃণমূলের, তখন জোড়াফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা। যা নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রাজ্য সভাপতি পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন রিপুন। (Ripun Bora Resigns from TMC)

রাজনৈতিক অস্তিত্ব

সূত্রের খবর, পুরনো দল কংগ্রেসে ফিরতে চলেছেন তিনি। দু’বছর আগে কলকাতায় এসে অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছিলেন অসম কংগ্রেসের তৎকালীন হেভিওয়েট নেতা রিপুন। এরপর অসমে রিপুনের নেতৃত্বেই ভাল কিছু করার স্বপ্ন দেখে তৃণমূল। কিন্তু এই লোকসভা নির্বাচনে তৃণমূল‌ অসমে চারটি আসনে লড়াই করে পুরো মুছে যায়। জামানাত রক্ষা করা তো দূরের কথা, অসমের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে। শোচনীয় পরাজয় হয়েছে তাদের। তখনই রিপুন বুঝে যান তৃণমূলে থাকলে তাঁর রাজনৈতিক অস্তিত্ব আগামী দিনে পুরোপুরি মুছে যেতে পারে। ‌

তৃণমূলের শোচনীয় ফল

সবচেয়ে বড় কথা এই লোকসভা নির্বাচনে অসমে কংগ্রেস এবার বিজেপির সঙ্গে তুল্যমূল্য লড়াই করে মোটামুটি বলার মতো জায়গায় রয়েছে। একটা সময় অসম কংগ্রেসের সভাপতিও ছিলেন রিপুন। কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ পর্যন্ত হয়েছিলেন। এরপরেও রিপুন দল ছেড়ে তৃণমূলে যোগদান করায় বেশ অবাকই হয়েছিল কংগ্রেস। কিন্তু তৃণমূলে যোগদানের পর যত দিন গিয়েছে ততই রিপুনের উপলব্ধি হয়েছে যে, অসমে তৃণমূলের দাঁত ফোটানো অসম্ভব বললেও কম বলা হয়। তবু এই লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলেন তিনি। মোটামুটি বলার মতো ফল যদি তৃণমূলের হতো তাহলে হয়ত তিনি থেকে যেতেন। কিন্তু লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের শোচনীয় ফলের পর দল ছাড়তে আর দু’বার ভাবেননি রিপুন।

তৃণমূল ত্যাগ

একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল চেয়েছিল একের পর এক রাজ্যে পা ফেলে তারা সর্বভারতীয় দল হয়ে উঠবে। কিন্তু একমাত্র মেঘালয় ছাড়া তারা কোথাও সামান্যতম প্রভাব ফেলতে পারেনি। অসম, গোয়া, ত্রিপুরায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। এছাড়া হরিয়ানায় তারা অশোক তানওয়ারের নেতৃত্বে পা রাখার চেষ্টা করেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই অশোক তৃণমূল ছেড়ে দেন। বর্তমানে তিনি বিজেপিতে রয়েছেন। সবমিলিয়ে বাংলার বাইরে তৃণমূলের মুখ থুবড়ে পড়াটা অব্যাহত থেকেছে। তাই অসমে এতদিন রিপুন থাকায় যে সামান্যতম আশার আলো তারা দেখছিল, সেটাও ধাক্কা খেল। এই মুহূর্তে অসমে তৃণমূলের একমাত্র ভরসা বলতে আছেন সুস্মিতা দেব। তবে তিনি কতটা কী করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন-

আর কতবার আদালতে মুখ পুড়বে রাজ্যের? গুণতে তো ক্যালকুলেটর লাগবে!

জুনিয়র চিকিৎসকদের ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’ মুখ্যমন্ত্রীর! পরিস্থিতি আরও জটিল হবে না তো?

আরজি করের জেরে চর্চায় নেই বহু নিন্দনীয় ঘটনা! কিন্তু কতদিন?

PoliticsRipun Bora resigns from TMC amidst the RG Kar controversy, signaling a major setback for the party. With TMC struggling outside Bengal, will Bora’s return to Congress impact political dynamics in Assam? Abhishek Banerjee faces new challenges.