Aajbikel

'আগুন নিয়ে খেলবেন না, তৃণমূল দুর্বল নয়', বিজেপির 'বন্ধুদের' হুঁশিয়ারি মমতার

তিনি বললেন, আগুন নিয়ে খেলার চেষ্টা কেউ যেন না করে। 
 | 
'আগুন নিয়ে খেলবেন না, তৃণমূল দুর্বল নয়', বিজেপির 'বন্ধুদের' হুঁশিয়ারি মমতার
 

মেদিনীপুর: আজ মেদিনীপুরের কলেজ মাঠের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উত্তেজনা ছিল চরমে। প্রথম থেকেই জল্পনা ছিল, এদিন সভা মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে হয়তো সদ্য মন্ত্রী পদ ছাড়া শুভেন্দু অধিকারীকে বার্তা দেবেন দলের সুপ্রিমো। সরাসরি নাম না নিলেও হয়ত বার্তা দিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে বিষয়টা হয়তো সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। এদিন মমতা স্পষ্ট বার্তা দিলেন, তৃণমূল একেবারেই দুর্বল দল নয়। যারা মনে করছেন, তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেইল করবে, বার্গানিং করবে, তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করবে, সেই বিজেপি এবং তাদের বন্ধুদের হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, আগুন নিয়ে খেলার চেষ্টা কেউ যেন না করে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩৪ বছর ধরে লড়াই করার পরে এই জায়গায় এসেছে তৃণমূল কংগ্রেস, কারুর দয়াতে আসেনি। বিজেপির হাতে টাকা আছে, গুন্ডা আছে, কিন্তু তাদের হাতে একটা তৃণমূল কংগ্রেস কর্মী নেই বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির কাছে সব থাকলেও তৃণমূলের মত একটা পতাকা নেই। বিজেপি যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেইল করবে, তাদের জব্দ করার চেষ্টা করবে, তাহলে তারা কিছুতেই পারবে না। অন্য যে কাউকে জব্দ করা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কখনো জব্দ করা যায় না বলে স্পষ্ট বার্তা দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ভোলিনি, নিতাই এবং সিঙ্গুর ভোলেনি। সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে বিজেপির হাত ধরেছে, কারা বাংলায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তারা এতে সফল হবে না বলে স্পষ্ট দাবি করেন তিনি।

কথায় কথায় বিজেপিকে আক্রমণ করে তিনি পিএম কেয়ার্স ফান্ড, আম্ফানের অর্থ সাহায্যের কথাও টেনে আনেন। মন্তব্য করেন, আম্ফান পরবর্তী পরিস্থিতিতে কত টাকা খরচ হয়েছে তার হিসাব চাইছে কেন্দ্র, কিন্তু তারা কি টাকা দিয়েছে, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, টাকা যারা দেয় না তারা হিসেবে চাই কি করে। তিনি বলেন, পিএম কেয়ার ফান্ডে কত টাকা জমা পড়েছে তার হিসাব আগে জনগণকে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু সেই হিসেব কোনভাবেই দেওয়া হচ্ছে না, উল্টে বাংলার সরকার যা খরচ করেছে তার হিসেব চাওয়া হচ্ছে। 

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে কোনভাবেই গুজরাট হতে দেবে না তৃণমূল কংগ্রেস। বাংলায় যা উন্নয়ন হচ্ছে তা দেখে হিংসা করছে বিজেপি। বাংলার সরকার ডিএ দিচ্ছে, ইমাম ভাতা এবং পুরোহিতদেরও ভাতা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কিছুই দিচ্ছে না। একইসঙ্গে কৃষকদের পাশে কেউ নেই কেন্দ্রীয় সরকার, কিন্তু বাংলার সরকার কৃষকদের সমস্ত সুবিধার দিকে নজর দিচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আলু, পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। তাদের অধিকার সম্পূর্ণ কেড়ে নিয়েছে কেন্দ্র। নতুন কৃষি বিল এনে দেশজুড়ে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএমকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এক হয়ে গেছে, বাংলা ভালো আছে তাই ওদের হিংসে হচ্ছে। কিন্তু এই দলের মধ্যেও যারা বিজেপিকে সমর্থন করছে না তাদের তিনি স্যালুট জানিয়েছেন।

Around The Web

Trending News

You May like