আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?

কলকাতা:  আরজি কর কাণ্ডের জেরে কলকাতা ও রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। যত দিন যাচ্ছে ততই প্রতিবাদ তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে একাধিক শিল্পী…

Subodh Sarkar criticizes West Bengal government

কলকাতা:  আরজি কর কাণ্ডের জেরে কলকাতা ও রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। যত দিন যাচ্ছে ততই প্রতিবাদ তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে একাধিক শিল্পী ও বিশিষ্টজন রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। (Subodh Sarkar criticizes West Bengal government)

শিল্পী ও বিশিষ্টজনদের প্রতিবাদ তীব্র

এই বিষয়টি নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল ঘনিষ্ঠ কবি সুবোধ সরকার। শুক্রবার একটি বৈদ্যুতিন মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে তাঁকে বিস্ফোরক ভঙ্গিতে বলতে শোনা গিয়েছে,

“রাজ্য সরকারের পুরস্কার পেলে আমিও তা প্রত্যাখ্যান করতাম। কবিতা অ্যাকাডেমির পদ ছাড়ব কিনা ভাবছি। কাঞ্চন মল্লিকের কথায় আমিও অপমানিত।”

সেই সঙ্গে রাজ্য জুড়ে যে প্রতিবাদের ঢেউ উঠেছে তা নিয়ে কবি বলেন,

“এই জনজাগরণ অভূতপূর্ব। শাসক দলেরও শেখা উচিত। এটা ভিতর থেকে আসা। এটা পবিত্র আবেগ থেকে রাস্তায় নেমে আসা। এরা কোনও রাজনীতির লোক না। এরা পতাকাহীন। এর মধ্যে একটা অন্য ইতিহাস তৈরি হচ্ছে। সেটা জনগণের ইতিহাস। এই ইতিহাসকে আমি শ্রদ্ধা করছি।”

এখানেই থেমে থাকেননি তিনি। সুবোধ আরও বলেছেন,

“আমিও পুরস্কার প্রত্যাখ্যান করতে পারি। কিন্তু গত ১৩ বছরে রাজ্য সরকারের সাহিত্যের সঙ্গে যুক্ত কোনও অ্যাকাডেমির পুরস্কার পাইনি। পেলে হয়ত ফেরত দিতাম। পাইনি কীভাবে ফেরত দেব!”

রাজ্যের পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ

রাজ্য সরকারের দেওয়া ‘শিক্ষারত্ন’ পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা সদ্য ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন শিক্ষক অরূপ কুমার দাস। এর আগে আলিপুরদুয়ারের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দে রাজ্য সরকারের ‘বঙ্গরত্ন’ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। নাট্য ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়েছেন নাট্যকার চন্দন সেন।

পুরস্কার প্রত্যাখ্যান

একই ভাবে নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা নির্দেশকের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরজিকর কাণ্ডের আবহে একের পর এক শিল্পী একাধিক ইস্যুর ভিত্তিতে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কবি সুবোধ সরকার হঠাৎ এমন মন্তব্য কেন করলেন, তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।.

তৃণমূলের কাছে যা অপ্রত্যাশিত

বলাবাহুল্য এতে তৃণমূল অসম্ভব অস্বস্তিতে পড়ল। সব মিলিয়ে শিল্প জগতের সঙ্গে যুক্তরা যেভাবে শাসকের সমালোচনা করতে শুরু করেছেন তার জন্য প্রস্তুত ছিল না তৃণমূল। যতদিন যাচ্ছে ততই নিত্য নতুন বাণে বিদ্ধ হচ্ছে তারা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কবি সুবোধ সরকার। যা তৃণমূলের কাছে অপ্রত্যাশিত ছিল বললেও কম বলা হয়।

 

আরও পড়ুন-

SEBI-Adani যোগ? এবার সেবি প্রধানকে সংসদীয় কমিটির তলব!

রেলের চাকরি ছেড়ে ভোটের ময়দানে কুস্তিগীর ভিনেশ, যোগদান কংগ্রেসে

হঠাৎই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা না দেওয়ার সিদ্ধান্ত কেন নিল নবান্ন?

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের? 

আরজি কর আবহের মধ্যে কোন তথ্য অস্বস্তি বাড়াল তৃণমূলের?

Politics:  In a surprising move, renowned poet Subodh Sarkar has joined the chorus of protests against the West Bengal government, criticizing their handling of the Arzi Kar incident. His comments have added fuel to the ongoing controversy.