চন্দ্রযানের পিছনে এটাকে বেঁধে নিয়ে যান, প্রমাণ পেয়ে যাবে: বিজেপি নেতা

কলকাতা: চাঁদের বুকে খোঁজ পাওয়া ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ ফিরে পেতে যখন মাথার চুল ছিঁড়ছেন বিজ্ঞানীরা, ঠিক তখনই ইসরোর চন্দ্রযান অভিযান ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ বিজেপির৷ দিলীপ ঘোষের পর এবার মমতাকে কাটগড়ায় তুলে বিস্ফোরক বিজেপির নেতা রাহুল সিনহার৷ রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, ‘‘সার্জিক্যাল স্ট্রাইক হল, সারাদেশ আনন্দ করল৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা

চন্দ্রযানের পিছনে এটাকে বেঁধে নিয়ে যান, প্রমাণ পেয়ে যাবে: বিজেপি নেতা

কলকাতা: চাঁদের বুকে খোঁজ পাওয়া ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ ফিরে পেতে যখন মাথার চুল ছিঁড়ছেন বিজ্ঞানীরা, ঠিক তখনই ইসরোর চন্দ্রযান অভিযান ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ বিজেপির৷ দিলীপ ঘোষের পর এবার মমতাকে কাটগড়ায় তুলে বিস্ফোরক বিজেপির নেতা রাহুল সিনহার৷

রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, ‘‘সার্জিক্যাল স্ট্রাইক হল, সারাদেশ আনন্দ করল৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রমাণ কোথায়? আর আজ যদি চন্দ্রযানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, আমি বলছি, আপনি লিখে রাখুন৷ এই মমতা ব্যানার্জি বলবেন, চন্দ্রযান যে চাঁদে গিয়েছে তার প্রমাণ কোথায়? ওইগুলি যে চাঁদের ছবি তার প্রমাণ কী? রাশিয়া, আমেরিকার পাঠানো ছবি চুরি করে দেখানো হচ্ছে কি না তার প্রমাণ কী? আর সেই কারণেই আমি মনে মনে ভাবছি, চন্দ্রযান যাওয়ার আগে ইসরোর বৈজ্ঞানিকদের বলব, চন্দ্রযানের পিছনে এটাকে বেঁধে নিয়ে যান৷ তাহলেই প্রমাণ পেয়ে যাবে৷ দেখে আসবে সেখানে কী হচ্ছে৷’’

শনিবার চন্দ্রযান অভিযান ‘ব্যর্থতা’র দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘মমতার বাগড়া দেওয়ার জন্যই এটা কেঁচে গিয়েছে৷ তিনি কারও ভাল চান না৷ আর সব ব্যাপারে বাগড়াদেন৷ ঠাকুর ওঁনার সৎ বুদ্ধি দিক৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলে ওঁনার কষ্ট হয়৷ তিন তালাক নিষিদ্ধ হলে কষ্ট হয়৷ চন্দ্রযান-২ পাঠালে কষ্ট৷ আনন্দ কিসে হয়, জানি না৷ এটা ভীষন চ্যালেঞ্জিং কাজ ছিল৷ গোটা দেশকে আমরা জাগিয়ে তুলেছি৷ চন্দ্রযান-২ এর মাধ্যমে সবার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে৷ আমরা পারি৷ কিন্তু কতটা সফল হয়েছে না বিফল হয়েছে সেটা পরের বিষয়৷ এটা প্রসেস৷ এই প্রক্রিয়া চলতে থাকবে৷ তাতে কেউ কেউ কষ্ট পাচ্ছেন৷ কেউ কেউ হতাশ হয়ে উঠেছেন৷ কিন্তু, হতাশ হয়ে লাভ নেই৷ কারণ মোদি হে তো মুমকিন হে৷’’

যদিও চন্দ্রযান অভিযান নিয়ে বিজেপির লাগাতার প্রচার প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্য করতে গিয়ে শুক্রবার বিধানসভায় চন্দ্রযান প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিধানসভা সূত্রে খবর, শুক্রবার অধিবেশনের শেষ লগ্নে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে ইসরোর চন্দ্রাভিযানের সাফল্যে বিজেপিকে খোঁচা দেন মমতা৷ বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সব সময় সাফল্য দাবি করে৷ কিন্তু ব্যর্থতা মেনে নেয় না৷ এমন করে বোঝানো হচ্ছে, যাতে ইসরোর চন্দ্র অভিযানের সাফল্য নরেন্দ্র মোদি সরকারের৷ এই অভিযানের পিছনে কাদের কৃতিত্ব রয়েছে সেটি উল্লেখ করা হচ্ছে না৷ দেশের আর্থিক মন্দা পরিস্থিতি থেকে দেশের নজর ঘোরাতে উঠে পড়েছে কেন্দ্র৷ আজ যখন চাঁদের বুকে পৌঁছানো যাচ্ছে, তখন বিজেপির নেতারা চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকুন৷ সেটাই ভাল হবে৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির বিধায়করা৷ হৈ হট্টগোল শুরু করে দেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =