কলকাতা: বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করে গিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বাংলার অন্তত ৪০ জন বিধায়ক৷ লোকসভা ভোটের ফালাফল প্রকাশের পর তাঁরা ধীরে ধীরে বিজেপিতে চলে আসবেন৷ নরেন্দ্র মোদির এহেন মন্তব্যের এককাঠি উপরে উঠে বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলের ১০৭ জন বিধায়ক৷ বিজেপিতে আসার জন্য তাঁরা আগাম টিকিট কাটতে রাজি৷ প্রধানমন্ত্রী ও মুকুলের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে কম জল ঘোলা হয়নি৷ এবার সেই দলবদলে জল্পনা আরও একবার উস্কে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপিতে যোগ দিতে অনেকেই লাইন দিয়েছেন৷ ধাপে ধাপে তাঁরা এগিয়ে আসছেন৷ তৃণমূলের এখনও ৮ জন বিধায়ক যাঁরা দলবদল এর জন্য প্রস্তুত৷ খুব শীঘ্রই তাঁদের বিজেপিতে যোগদান করা হবে বলেও জানিয়েছেন তিনি৷
দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা৷ এই মুহূর্তে তৃণমূলের দু’জন বিধায়ক নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ দেবশ্রী রায় ও সব্যসাচী দত্তের দলবদল ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা৷ দু’টি নাম ঘিরে বিজেপির অন্দরে আলোচনা চললেও বাকি ছ’জনের নাম অবশ্য বিজেপি সভাপতি প্রকাশ করেননি৷
এই মুহূর্তে বাংলার উপনির্বাচন ও দলের সৌজন্য বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৷ মনিরুল ইসলামকে বাদ দিয়ে ১৪ জন বিধায়ককে নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় তেড়ে-ফুঁড়ে নেমেছে বিজেপি৷ এবার আরও ৮ জনকে দলে যোগ দিয়ে বিজেপি আদতে বাংলার ক্ষমতা দখলের দিকে এগোতে চাইছে, তা কার্যত পরিষ্কার বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷