নয়াদিল্লি: নির্বিঘ্নেই মিটল লোকসভার তৃতীয় দফার নির্বাচন। মঙ্গলবার দেশের ১১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হল। পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত হিংসা ছাড়া দেশের আর কোথাও তেমন রক্তপাতের খবর পাওয়া যায়নি। বরং বিকেল পর্যন্ত বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তবে বহু বুথে ইভিএম গণ্ডগোলের কথা মেনে নিয়েছে নির্বাচন কমিশন।
এদিন গুজরাত এবং কেরলের সবক’টি আসনে নির্বাচন ছিল। এছাড়া এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ লোকসভা আসনেও এদিন প্রথম দফার নির্বাচন শান্তিতেই সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, জঙ্গি অধ্যুষিত হওয়ায় নিরাপত্তার কারণে এই প্রথম অনন্তনাগ কেন্দ্রের ভোট তিন দফায় করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি ওড়িশা, গুজরাত, গোয়ার বেশ কিছু বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং উপনির্বাচনও হয়েছে এদিনই।
সন্ধ্যা পর্যন্ত সব কেন্দ্রে মোট ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে ত্রিপুরায়। ত্রিপুরা পূর্ব আসনে মোট ভোট পড়েছে ৮০.৪ শতাংশ। শতাংশের বিচারে তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজ্যের পাঁচটি আসনে ভোট পড়েছে মোট ৭৪.৫৭ শতাংশ। অনন্তনাগে প্রথম দফার নির্বাচনে এদিন বিকেল পর্যন্ত ভোট পড়েছে মোট ১১.২২ শতাংশ।