চিন্তন বৈঠকেও গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির, কড়া হুঁশিয়ারি দিলীপের

দুর্গাপুর: চিন্তন বৈঠকের শেষ দিনে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব৷ বৈঠকের বাইরে বিজেপি নেতা-কর্মীদের বিদ্রোহের জেরে বিতর্ক বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ দলীয় কর্মীদের এহেন বিদ্রোহে কড়া অবস্থান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ রবিবার চিন্তন বৈঠকের শেষ দিন জেলা সভাপতি পরিবর্তনের দাবি তুলে বিক্ষোভ দেখান শ’খানিক বিজেপি কর্মী৷ চিন্তন বৈঠকের বাইরে উঠতে থাকে স্লোগান৷ দেখানো হয় বিক্ষোভ৷ পরিস্থিতি

চিন্তন বৈঠকেও গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির, কড়া হুঁশিয়ারি দিলীপের

দুর্গাপুর: চিন্তন বৈঠকের শেষ দিনে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব৷ বৈঠকের বাইরে বিজেপি নেতা-কর্মীদের বিদ্রোহের জেরে বিতর্ক বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ দলীয় কর্মীদের এহেন বিদ্রোহে কড়া অবস্থান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷

রবিবার চিন্তন বৈঠকের শেষ দিন জেলা সভাপতি পরিবর্তনের দাবি তুলে বিক্ষোভ দেখান শ’খানিক বিজেপি কর্মী৷ চিন্তন বৈঠকের বাইরে উঠতে থাকে স্লোগান৷ দেখানো হয় বিক্ষোভ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নেতৃত্ব বিক্ষিব্ধ কর্মীদের সঙ্গে কথা বলা চেষ্টা করেন৷ কিন্তু, তাতেও দলের অস্বস্তি না কমায় কড়া বার্তা দেন দিলীপ৷ সাফ জানিয়ে দেন, যাঁরা দলের আইন-শৃঙ্খলা মেনে চলনে না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

দিলীপের হুঁশিয়ারির পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও চিন্তন বৈঠকের শেষ দিনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় বেশ বিড়ম্বনায় বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eighteen =