হাবরা: আমরা মূর্তি পুজো করি৷ মূর্তি ভাঙি না৷ যারা মূর্তি পুজোয় বিশ্বাস করে না, তারাই কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে৷ মঙ্গলবার হাবরায় নির্বাচনী প্রচারমঞ্চ থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে মুখ খুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
তৃণমূলকে কাঠগড়ায় তুলে যোগী আদিত্যনাথের অভিযোগ, ‘‘অমিত শাহের শান্তিপূর্ণ রোড শো’র উপরে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে গণতন্ত্রের একটি কালো অধ্যায়ের সূচনা হল৷’’ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে অমিত শাহ ও বিজেপি-র উপরেই দায় চাপিয়েছেন মমতা৷
UP CM Yogi Adityanath in Barasat, West Bengal: In whole country, Durga puja & Muharram fell on same day, in UP officers asked me, should we change timing of puja? I said, timing of the puja won’t be changed, if you want to change timing, change the timing of Muharram procession. pic.twitter.com/diXyfvZ3n9
— ANI (@ANI) May 15, 2019
অভিযোগ খারিজ করে যোগী বলেন, ‘‘একটা মিথ্য লুকোতে গিয়ে মমতাদিদি একের পর এক মিথ্যে বলছেন। তাতে মিথ্যেটা সত্যি হয় না। যে হামলা কাল তৃণমূল চালিয়েছে, সেটাই তৃণমূল সরকারের শেষ কুকীর্তি হয়ে থাকবে। মমতার সরকার যাদের প্রশয় দেয়, সেই দুষ্কৃতীরাই মূর্তি পুজোয় বিশ্বাসী নয়৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গোটা দেশের মানুষ সম্মান করে৷ কিন্তু আপনি যে গুন্ডাদের প্রশয় দেন, তাঁরাই বিভিন্ন জায়গায় গিয়ে মূর্তি ভাঙে। আর নিজের এই অপকর্ম ঢাকা দেওয়ার জন্য আপনি বিদ্যাসাগরকে ভোটের টোপ বানালেন. কিন্তু আপনার এই ঘৃণ্য চক্রান্তের ফাঁদে পা দেবে না বাংলার মানুষ৷’’