বারাসত: কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় লোকসভা নির্বাচনের যত দফা বেড়েছে, ততই তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনও কারণ নেই। এবার ৪২-এ ৪২ হবে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুলাল বরের ‘গড়’ বাগদায় কর্মিসভা করে এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
তিনি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক আন্দোলনের ভিত থেকেই ভারতবর্ষের মাটিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন চালু হয়েছিল। মঙ্গলবার বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে বাগদায় ওই কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে দলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, বাগদা বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শংকর আঢ্য, প্রার্থী মমতা ঠাকুর সহ অনেকেই উপস্থিত ছিলেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বক্সি বলেন, ২০০৩ সালে বাংলার মাটিতে সবচেয়ে কলঙ্কিত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ১৮ দিনে ১১১ জন মানুষ খুন হয়েছিলেন। আর নির্বাচনের দিন ২০ জন মানুষ খুন হয়েছিলেন। তারপর ২০০৪ সালে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় পুলিস দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত হল। ২০০৪ সালে বাংলার মাটিতে এক দফা নির্বাচন হয়েছিল। তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল একটি। রাজনৈতিকভাবে বিপর্যস্ত হলেও সেদিন আমাদের জয় ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন।