এবার বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড গঠন করবে: গুরুং

বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড গঠনের দাবি খতিয়ে দেখবে। এমনই দাবি বিমল গুরুঙের৷ সংবাদ সংস্থা পিটিআইকে টেলিফোনে তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ইস্তেহারে গোর্খাল্যান্ড গঠন নিয়ে কোনও কথা না বললেও স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বকে আমাদের দাবি জানিয়েছি। আমার দেখে ভাল লাগছে, বিজেপি নিজেদের ইস্তেহারে দার্জিলিঙের রাজনৈতিক সমাধানের কথা বলেছে। তিনি মনে করেন

1337442b32f14471d384e2752fe45bfd

এবার বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড গঠন করবে: গুরুং

বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড গঠনের দাবি খতিয়ে দেখবে। এমনই দাবি বিমল গুরুঙের৷ সংবাদ সংস্থা পিটিআইকে টেলিফোনে তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ইস্তেহারে গোর্খাল্যান্ড গঠন নিয়ে কোনও কথা না বললেও স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বকে আমাদের দাবি জানিয়েছি। আমার দেখে ভাল লাগছে, বিজেপি নিজেদের ইস্তেহারে দার্জিলিঙের রাজনৈতিক সমাধানের কথা বলেছে। তিনি মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ দার্জিলিঙের রাজনৈতিক সমাধান করতে আগ্রহী।

বিজেপির প্রশংসার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিমল। তিনি বলেন, মমতা ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। তিনি আসল সমস্যার সমাধান করছেন না। পাহাড়ের উন্নয়নও করেছেন না। তাঁর কাছে জানতে চাওয়া হয়, গত পাঁচ বছর বিজেপির সরকার ছিল। দার্জিলিঙে বিজেপির প্রতিনিধিও ছিলেন। তারপরও গোর্খাল্যান্ড তৈরি হল না কেন? জবাবে গুরুং বলেন, ‘‘মোদি সরকার গোর্খাদের জীবনের মান উন্নত করতে চেয়েছিল। সেই কাজটাই প্রথম থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় এবার জিতে এলে গোর্খাল্যান্ড নিয়ে ভাবনা চিন্তা করবে বিজেপি। গোর্খাল্যান্ড গঠন আমার প্রধান রাজনৈতিক লক্ষ্য। আর আমি সেখান থেকে সরছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *