এবার চিনা ভাষায় প্রচারে ঝড় তৃণমূলের, কিন্তু কেন জানেন?

কলকাতা: বাংলা ও বাঙালির মনজয় আগেই করেছে শাসক তৃণমূল৷ দিল্লি দখলের লক্ষ্যে অবাঙালি ভোট ব্যাংকের নজর বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বাংলা ও বাঙালির সীমা ছাড়িয়ে তৃণমূলের নজর এখন আন্তর্জিক দরবারে৷ বিদেশের মনজয়ে নয়া পদক্ষেপ তৃণমূলের৷ বাংলা, হিন্দি, উর্দুতে দেওয়াল লেখন এখন জলভাত৷ এবার ট্যাংরা ও চায়নাটাউন সংলগ্ন এলাকায় শাসক দলের দেওয়ালে চিনা ভাষায় ভোটের প্রচার৷

এবার চিনা ভাষায় প্রচারে ঝড় তৃণমূলের, কিন্তু কেন জানেন?

কলকাতা: বাংলা ও বাঙালির মনজয় আগেই করেছে শাসক তৃণমূল৷ দিল্লি দখলের লক্ষ্যে অবাঙালি ভোট ব্যাংকের নজর বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বাংলা ও বাঙালির সীমা ছাড়িয়ে তৃণমূলের নজর এখন আন্তর্জিক দরবারে৷ বিদেশের মনজয়ে নয়া পদক্ষেপ তৃণমূলের৷

বাংলা, হিন্দি, উর্দুতে দেওয়াল লেখন এখন জলভাত৷ এবার ট্যাংরা ও চায়নাটাউন সংলগ্ন এলাকায় শাসক দলের দেওয়ালে চিনা ভাষায় ভোটের প্রচার৷ কিন্তু, তৃণমূলের দেওয়ালে হঠাৎ কেন চিনা ভাষা? জানা গিয়েছে, ট্যাংরার বাইপাস কানেক্টর থেকে চায়নাটাউনে থাকেন বেশ কয়েকজন চিনা ভোটার৷ চিনেপাড়ায় ভোটার প্রায় ২০০ জন। আর শহরে মোট চিনা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার৷ ফলে সেই জনমতটুকুও ভোটব্যাঙ্কে পেতে আগ্রহী সব রাজনৈতিক দল৷ ফলে, সবার থেকে একটু আলাদা হয়ে এবার চায়নাটাউনের দশ বাসিন্দার কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে শাসক দল৷ তাঁরাই লিখেই চলেছেন একের পর এক দেওয়াল৷ তবে, চিনা ভাষায় দেওয়াল লিখন দেখে আদৌও তৃণমূলে ভোট পড়বে কি না, তা বলবে আগামীর ফলাফল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seven =