কলকাতা : রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিধানসভায় সর্বদল বৈঠকের প্রস্তাব দিয়েছে একযোগে বাম-কংগ্রেস বিধায়করা। সোমবার শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন এই প্রস্তাব মেনে নিতে পারে সরকার পক্ষ।
শাসকদলই সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে সর্বদল বৈঠক ডাকতে পারে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের অভিমত, বিজেপিকে রুখতে চলতি বিধানসভায় একযোগে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। একদিনের মধ্যেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এবার রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে এই দাবিতে বাম-কংগ্রেসকে পাশে পেতে চাইছে শাসকদল।