কলকাতা: প্রথম বিস্ফোরণটা ঘটেছিল নজরুল মঞ্চে৷ এবার বিধানসভা থেকে সংসদে পৌঁছে গিয়েছে সেই উত্তাপ৷ জেলায় জেলায় চলছে বিক্ষোভ৷ এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বাড়ি ঘোরাও চাকরিপ্রার্থীদের একাংশ৷ যদিও, বিক্ষোভ কর্মসূচির সময় বাড়িতে ছিলেন না কল্যাণী পোদ্দার৷ চাকরি দেওয়ার নামে চেয়ারম্যানে কয়েক লক্ষ টাকা নিয়েছে বলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো হয়৷ অভিযোগ অস্বীকার শিক্ষা সংসদের চেয়ারম্যানের৷
বৃহস্পতিবার বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙা শহরে৷ চারকি দেওয়ার নামে টাকা ফেরতের দাবি জানিয়ে পোস্টার, ব্যানার হাতে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়৷ বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে মাথাভাঙার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে৷
সংগঠনের তরফে তপন ভৌমিকের অভিযোগ, কল্যাণী দেবী চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন৷ বহু চাকরিপ্রার্থী প্রতারিত হয়েছেন৷ চাকরির নামে নেওয়া কাটমানি ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয় বলেও জানিয়েছেন তিনি৷
শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার জানান, এদিন তাঁর বাড়িতে কোউ কোনও বিক্ষোভ দেখায়নি৷ একটি মিছিল হয়েছে৷ তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার কোনও অভিযোগ নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷