ইমাম ভাতার পর এবার পুরোহিত ভাতা রাজ্যের

কলকাতা: পালাবদলের পরে রাজ্য সরকারের তরফে ওয়াকফ বোর্ড ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা দিচ্ছে৷ এই নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি৷ এবার, সেই বিক্ষোভে প্রলেপ দিতে অবশেষে পুরোহিত ভাতা চালুর করার উদ্যোগ৷ রাজ্য ব্রাহ্মণদের সংগঠনের সভা থেকে পুরোহিতদের ভাতা-সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মন্ত্রীর আশ্বাস, পুরোহিত বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে

ইমাম ভাতার পর এবার পুরোহিত ভাতা রাজ্যের

কলকাতা: পালাবদলের পরে রাজ্য সরকারের তরফে ওয়াকফ বোর্ড ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা দিচ্ছে৷ এই নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি৷ এবার, সেই বিক্ষোভে প্রলেপ দিতে অবশেষে পুরোহিত ভাতা চালুর করার উদ্যোগ৷ রাজ্য ব্রাহ্মণদের সংগঠনের সভা থেকে পুরোহিতদের ভাতা-সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷

মন্ত্রীর আশ্বাস, পুরোহিত বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন৷ যদিও কলকাতা পুরসভা শ্মশানঘাটের পুরোহিতদের ইতিমধ্যেই ভাতা চালু করেছে৷ মোয়াজ্জেন ও ইমামদের মাসিক ভাতা চালু করেছে তৃণমূল সরকার৷ এর পরই বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে একই ভাবে পুরোহিত ভাতা চালুর দাবি তোলা হয়৷ গোটা রাজ্যে এই মুহূর্তে ১ লক্ষ ৮৬ হাজার পুরোহিত সদস্য রয়েছেন৷

ইমাম ভাতার মতো রাজ্যে পুরোহিত ভাতা চালুর বিষয়ে রাজ্য সরকারের সায় আছে বলে বিধানসভায় ইঙ্গিত দেন পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে ফিরহাদ হাকিম জানান, ওয়াকফ বোর্ডের ধাঁচে বাংলার সমস্ত মন্দিরে ট্রাস্ট বা কর্তৃপক্ষক এক হলে কমিটি বা বোর্ড গঠন করা যেতে পারে৷ সব ট্রাস্ট এক হলে পুরোহিত ভাতাও প্রদান করা যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =