এবার রামনবমীর মিছিলে লাঠি খেলল বাংলার পুলিশ, ভাইরাল ছবি

কলকাতা: এসেছে ভোট৷ তুঙ্গে জাতপাতের রাজনীতি৷ আর তারই মাঝে চলে এসেছে চৈত্র শেষে রামনবমী৷ শাসক-বিরোধী সবাই মেতেছে রাম ভক্তি দেখাতে৷ কোথায় অস্ত্র হাতে মিছিল, কোথায় ভোট প্রচারে ফাঁকে রাম ভক্তির মিছিল৷ রামকে নিয়ে তুঙ্গে বিজেপি-তৃণমূলের যুদ্ধ৷ বাংলা ভোটের ময়দানে রামকে নিয়ে টানাটানির বিতর্কে এবার পা মেলাল বাংলার পুলিশ৷ রামনবমীর মিছিলে পুলিশের উপস্থিতি ও লাঠি খালাকে

এবার রামনবমীর মিছিলে লাঠি খেলল বাংলার পুলিশ, ভাইরাল ছবি

কলকাতা: এসেছে ভোট৷ তুঙ্গে জাতপাতের রাজনীতি৷ আর তারই মাঝে চলে এসেছে চৈত্র শেষে রামনবমী৷ শাসক-বিরোধী সবাই মেতেছে রাম ভক্তি দেখাতে৷ কোথায় অস্ত্র হাতে মিছিল, কোথায় ভোট প্রচারে ফাঁকে রাম ভক্তির মিছিল৷ রামকে নিয়ে তুঙ্গে বিজেপি-তৃণমূলের যুদ্ধ৷ বাংলা ভোটের ময়দানে রামকে নিয়ে টানাটানির বিতর্কে এবার পা মেলাল বাংলার পুলিশ৷ রামনবমীর মিছিলে পুলিশের উপস্থিতি ও লাঠি খালাকে ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতির উত্তাপ৷

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে৷ কুলটিতে রামনবমীর মিছিলে পুলিশকে লাঠি খেলতে দেখা যায়৷ রামভক্তদের সঙ্গে লাঠি হাতে এক পুলিশ আধিকারিককে দেখা যায়৷ পুলিশের লাঠি খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ৷ প্রবল উৎসাহ দিয়ে বেশ কিছুক্ষণ লাঠি খেলতে দেখা যায় পুলিশ আধিকারিককে৷ রবিবার এই ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেননি৷ ওই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে বিতর্ক ও সমর্থনের বন্য বয়ে চলে সোশ্যাল সাইটে৷ উর্দি পড়ে, কোমরে সার্ভিস রিভালবার নিয়ে, মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে একজন পুলিশ আধিকারিক কীভাবে রামনবমীর মিছিলে লাঠি খেলায় অংশ নিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও, এবিষয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ রামনবমীর দিনে অশান্তি ঠেকানো যাঁদের কাজ, তাঁরাই যদি এভাবে প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন, তাহলে কোথায় বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা? প্রশ্ন পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =