এবার সরাসরি জনতার ফোন ধরবেন মেয়র

কলকাতা: সামনের বছর কলকাতা পুরভোট৷ কলকাতা পুরভোটে বিপর্যয় ঠাকাতে শাসকদলের অন্যতম বড় চ্যালেঞ্জ৷ আগামী বছরের পুরসভোটের কথা মাথায় রেখে জনসংযোগে নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এবার জনতার সঙ্গে সরাসরি ফোনে কথা বলনেন তিনি৷ নিজের ঘরের টোল-ফি নম্বর চালু করে জনসংযোগে নামতে চলেছেন ববি হাকিম৷ পুরসভা সূত্রে খবর, খুব দ্রুত একটি হটলাইন চালু করা হবে৷ যেখানে

এবার সরাসরি জনতার ফোন ধরবেন মেয়র

কলকাতা: সামনের বছর কলকাতা পুরভোট৷ কলকাতা পুরভোটে বিপর্যয় ঠাকাতে শাসকদলের অন্যতম বড় চ্যালেঞ্জ৷ আগামী বছরের পুরসভোটের কথা মাথায় রেখে জনসংযোগে নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এবার জনতার সঙ্গে সরাসরি ফোনে কথা বলনেন তিনি৷ নিজের ঘরের টোল-ফি নম্বর চালু করে জনসংযোগে নামতে চলেছেন ববি হাকিম৷

পুরসভা সূত্রে খবর, খুব দ্রুত একটি হটলাইন চালু করা হবে৷ যেখানে নাগরিকরা সরাসরি মেয়রকে ফোন করতে পারবেন৷ সেখানে নিজেদের বক্তব্য জানাতে পারবেন জনতা৷ তবে, এই সুবিধা মিলবে সপ্তাহে একদিন৷ নির্দিষ্ট দিনক্ষণ ও টোল-ফ্রি নম্বর এখনও প্রকাশ করা হয়৷ জানা গিয়েছে, গোটা পরিকল্পনাটি অনুমোদন হয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটি আগামী সপ্তাহ থেকে চালু হতে পারে৷ এখনও পর্যন্ত ঠিক হয়েছে, প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে মেয়র ১ নং কনফারেন্স হলে বসে নাগরিকদের সঙ্গে কথা বলবেন মেয়র৷ ১০০ জনের মন্তব্য শোনা হবে৷ সেখানে কোনও অভিযোগ উঠলে সেগুলির সমাধানের ব্যাপারে খোদ মেয়র পদক্ষেপ নেবেন বলে খবর৷ গোটা প্রক্রিয়ারটির নাম দেওয়া হয়েছে, মেয়র অ্যাট দি সার্ভিস অব সিটিজেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =